বিশ্বকাপ রম্য
ফুটবল সমর্থকদের পল্টিবাজি!
আমাদের ফুটবল সমর্থকরা সবসময়ই নিজেদের দলকেই সেরা মনে করে। কোনো ম্যাচ মাঠে গড়ানোর আগে ও পরে সমর্থকদের কথা কীভাবে বদলে যায়, তার কিছু নমুনা দেখাচ্ছেন হাস্যরস প্রতিবেদক।
ম্যাচের আগে : আজ তো আমাদের দলের কাছে অমুক দল কোনো পাত্তাই পাবে না!
ম্যাচে হেরে যাওয়ার পরে : অমুক দল বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি হয়ে উঠছে। তাদের কাছে হঠাৎ করে এক ম্যাচে আমাদের দল হারতেই পারে!
ম্যাচের আগে : অমুক দলকে আজ গোলবন্যায় ভাসিয়ে দেবে আমাদের দল!
ম্যাচে একাধিক গোল হজমের পরে : ফুটবলের অবিচ্ছেদ্য অংশ হচ্ছে গোল। তাই গোল হতেই পারে। গোল না হলে তো ম্যাচের সৌন্দর্যই থাকত না।
ম্যাচের আগে : আজ তো দলের জয় আসবেই, সাথে সাথে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালও নিশ্চিত।
ম্যাচে হেরে বিশ্বকাপ থেকে বিদায়ের পরে : আমাদের লক্ষ্য তো কোয়ার্টার ফাইনাল ছিল না, ছিল ফাইনাল জয় করে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া। আমরা আগামীবার সেটাই হবো!
ম্যাচের আগে : আমাদের দলে আছেন বিশ্ব নন্দিত ফুটবল তারকা। তার দুর্দান্ত পারফরম্যান্সে আমরা জয় পাব না তো কে পাবে?
ম্যাচে সেই তারকা ফ্লপ হওয়ার পরে : এক-দুই ম্যাচ একটু খারাপ হতেই পারে, এটা নিয়ে মাতামাতির কিছু নেই।