রম্য
ওরা ব্রাজিল ছেড়ে এখন ফ্রান্স সমর্থক : লুকাকু
বেলজিয়াম বিশ্বকাপ থেকে বাদ পড়ে গেছে ঠিকই, কিন্তু বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করার কারণে এখনো আলোচনা থেকে বাদ জাননি লুকাকু। আর তাই পাঠকের চাহিদার কথা বিবেচনা করে হাস্যরস আবার নিয়েছে বেলজিয়াম ফুটবল সুপারস্টার লুকাকুর কাল্পনিক সাক্ষাৎকার। আসুন পড়ে নিই।
হাস্যরস : ক্রোয়েশিয়া ইংল্যান্ডকে দু-দুবার করে গোল করেছে। গতকাল রাতে খেলা দেখছেন?
লুকাকু : আমি ঘুমে থাকি ভাই। হিসাব থাকে না।
হাস্যরস : এবার তৃতীয় স্থান নির্ধারণ ম্যাচে ইংল্যান্ডের সঙ্গে আপনাদের খেলা। প্রস্তুতি কেমন?
লুকাকু : ইংল্যান্ডের সঙ্গে খেলতে প্রস্তুতি লাগে নাকি?
হাস্যরস : রাগ করছেন কেন?
লুকাকু : আরে ভাই, রাগ করি নাই। ইংল্যান্ডকে তো অলরেডি একবার চলতি বিশ্বকাপে হারাইছি। আরেকবার হারালেই দু-দুবার হয়ে যাবে।
হাস্যরস : তার মানে খেলা একপেশে হয়ে যাবে?
লুকাকু : একপেশে হবে কেন? ইংল্যান্ড তো আর ব্রাজিলের মতো সেমিফাইনালে সাত গোল খায়নি। ওরা অনেক ভালো দল।
হাস্যরস : আপনি ব্রাজিল নিয়ে কটূক্তি করেছেন? ব্রাজিল সমর্থকরা তো আপনার সমালোচনা করবে।
লুকাকু : হাসালেন। ব্রাজিল সমর্থক এখন আপনাদের দেশে আছে নাকি? ওরা ব্রাজিল ছেড়ে এখন ফ্রান্স সমর্থক হয়ে গেছে।
হাস্যরস : বলেন কী? আচ্ছা, ফ্রান্সের সঙ্গে আপনাদের হারার পেছনে কারণ কী?
লুকাকু : হাস্যরস। কারণ আপনাদের কাছে সাক্ষাৎকার দেওয়ার পর বেলজিয়াম হারছে। আপনারা কুফা।
হাস্যরস : ইয়ে মানে আমরা যাচ্ছি।