রম্য
হিরো আলমকে টপকে যাব : নেইমার
ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়র। বিশ্বকাপে এসেছিলেন হেক্সা শিরোপা জিততে। কিন্তু তা আর হয়নি। তবে এবারের বিশ্বকাপে নেইমার মাঠে গড়াগড়ি খেয়ে ফাউলের শিকার হওয়ার অভিনয় করেছেন বলে নিন্দুকরা সমালোচনা করেছে। এসব বিষয় নিয়ে কথা বলতে বিশ্বকাপের রেশ থাকতে থাকতে নেইমারের মুখোমুখি হয়েছিলেন হাস্যরস প্রতিবেদক।
প্রশ্ন : হ্যালো নেইমার, কেমন আছেন?
নেইমার : চিন্তার মুডে আছি।
প্রশ্ন : সেকি। কী নিয়ে চিন্তা করছেন? বিশ্বকাপ থেকে বাদ পড়া নিয়ে?
নেইমার : আরে না। ব্রাজিল সবচেয়ে বেশিবার বিশ্বকাপ জয় করেছে। এবার না জিতলেও চলে।
প্রশ্ন : তাহলে আপনার চিন্তার হেতু কী, জনাব?
নেইমার : আমি আসলে অভিনয়ের বিষয়ে গভীরভাবে চিন্তা করছি।
প্রশ্ন : আপনি কি অভিনয় করতে যাচ্ছেন?
নেইমার : করলে সমস্যা কী? অভিনয় আর ফুটবল খেলার মধ্যে তো মিল আছে।
প্রশ্ন : কীভাবে?
নেইমার : ফুটবল ম্যাচে বলে লাথি মারতে হয়। অভিনয়ে ভিলেনকে লাথি দিতে হয়। ফুটবলে কে কোন ভূমিকায় খেলবে, তা ঠিক করেন একজন, যাকে বলে কোচ। একইভাবে অভিনয়ে কে কোন ভূমিকায় থাকবে, তা ঠিক করেন একজন, যাকে পরিচালক বলে।
প্রশ্ন : আপনি তো অভিনয় নিয়ে আসলেই গভীরভাবে চিন্তা করছেন।
নেইমার : তা তো বটে। ভেবে রেখেছি, অভিনয়ে নামলে শুরুতেই হিরো আলমকে টপকে যাব।
প্রশ্ন : হিরো আলমকে চেনেন দেখছি।
নেইমার : চিনব না কেন। গুগলে হিরো লিখে সার্চ দিলে হিরো আলমের নামও আসে। তার বডি ফিটনেস দেখে গুগল-ইউটিউব সবখানে ভালো করে দেখলাম। আরি বাপ, লোকটা তো দারুণ জনপ্রিয়। এই ফিটনেস নিয়ে হিরো আলম এত জনপ্রিয় হতে পারলে আমি কেন পারব না।
প্রশ্ন : আচ্ছা, এই অভিনয়ের ভাবনা থেকেই কি বিশ্বকাপের ম্যাচে অভিনয় করলেন?
নেইমার : আপনাকে তো বললামই, অভিনয় আর ফুটবল খেলায় মিল আছে। তারপরও আজাইরা প্রশ্ন করেন। যান ভাই, খানিকটা ভাবতে দেন।