রম্য
হিরো হালিমের কারণে ফাইনালে ক্রোয়েশিয়া
বিশ্বকাপ ফুটবলের ফাইনাল আজ। ফাইনালে জিতে চ্যাম্পিয়ন হতে মরিয়া ক্রোয়েশিয়া। দলটির ডিফেন্ডার ডমাগজ ভিদা বলছেন, ক্রোয়েশিয়ার ফাইনালে ওঠার পেছনে বাংলাদেশের হাত রয়েছে। হাস্যরস প্রতিবেদক জানাচ্ছেন বিস্তারিত। কাল্পনিক এই সাক্ষাৎকারটি কাল রাতে স্বপ্নে পেয়েছেন হাস্যরস প্রতিবেদক।
হাস্যরস : জনাব ভিদা, আপনাকে হাস্যরসের কাল্পনিক সাক্ষাৎকারে স্বাগতম।
ভিদা : ধন্যবাদ। আপনাকে কাল্পনিক শুভেচ্ছা।
হাস্যরস : এই প্রতিবেদক যে স্বপ্নের মধ্যে আপনার সাক্ষাৎকার নিচ্ছেন, তা কি আপনি বুঝতে পারছেন?
ভিদা : বুঝলেই কি আর না বুঝলেই বা কি। সাক্ষাৎকার তো প্রকাশ করেই ফেলবেন।
হাস্যরস : হাহাহা...ভালো বলেছেন। তা আপনার নামের সাথে কেমন বিদায়ের যেন গন্ধ পাওয়া যায়। কিন্তু আপনি ও আপনার দল তো ফাইনালে উঠে গেল।
ভিদা : সবই হালিমের দোয়া।
হাস্যরস : হালিম মানে? বুঝলাম না।
ভিদা : বাংলাদেশের নায়ক হালিমের কথা বলছি আর কি।
হাস্যরস : উনি কে? তার সাথে আপনার কী সম্পর্ক?
ভিদা : সম্পর্ক আছে বলেই ক্রোয়েশিয়া এবার বিশ্বকাপের ফাইনালে। আপনি কি মনে করছেন, এমনি এমনি ফাইনালে উঠে গেছি? না জনাব, সবই নায়ক হালিমের প্রভাব।
হাস্যরস : বলছেন কী। একটু খোলাসা করুন তো বিষয়টা।
ভিদা : হয়েছে কী, আমরা বিশ্বকাপ খেলতে রাশিয়া আসার আগে ফেসবুকে একদিন নায়ক হালিমের আইডি দেখতে পাই। আইডির প্রোফাইলে ‘সব অসাধ্য সাধন করি। যোগাযোগ করুন....নাম্বারে’ এরকম লেখা সম্বলিত একটি ছবি ছিল। সেই ছবি দেখে তার সাথে যোগাযোগ করি। তিনি মোটা অঙ্কের টাকা পেয়ে আমাদের পক্ষে লবিং করা শুরু করেন। এরপর তো আমরা ফাইনালে!
হাস্যরস : আপনার কথাবার্তা কেমন উদ্ভট শুনাচ্ছে। যাকগে, আজ তো ফাইনাল, লক্ষ্য কী?
ভিদা : লক্ষ্য একটাই, চ্যাম্পিয়ন হওয়া।
হাস্যরস : ঠিক আছে জনাব ভিদা, এবার আপনাকে বিদায় বলতেই হচ্ছে। ফাইনালের জন্য শুভকামনা।
ভিদা : ধন্যবাদ।