রম্য
কোরবানির হাটে ধামাকা অফার
কোরবানির ঈদ সামনে। সারা দেশে পশুর হাট বসেছে। কিন্তু সব হাটে মানুষের উপচেপড়া ভিড় থাকে না। যেসব হাটে মানুষ কম যায়, সেসব হাটে ক্রেতাদের আকৃষ্ট করতে কিছু অফার যোগ করা যেতে পারে। এসব অফারের কথা জানাচ্ছেন হাস্যরস প্রতিবেদক।
সেলফি কন্টেস্ট
পশুর হাটে গরু বা ছাগলের সাথে সেলফি তোলা কন্টেস্ট রাখা যেতে পারে। যার সেলফি যত সুন্দর ও অভিনব হবে, তিনিই হবেন বিজয়ী। ক্রেতাদের আকৃষ্ট করতে বিজয়ী একাধিক রাখা যেতে পারে। বিজয়ীকে পুরস্কারস্বরূপ একটি গরু বা ছাগল দেওয়া যায়।
সেরা ক্রেতা
ক্রেতা সমাগম বেশি ঘটাতে পশুর হাটে ‘সেরা ক্রেতা’র পুরস্কার রাখা যেতে পারে। যিনি বেশি সংখ্যক গরু বা ছাগল কিনবেন কিংবা যিনি বেশি দামে পশু কিনবেন, তিনিই হবেন সেরা ক্রেতা। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় এভাবে পুরস্কার দেওয়া যেতে পারে।
ভাগ্যবান বিজয়ী
পশুর হাটে যারা গরু, ছাগল কিনতে আসবেন, তাদের সবাইকে একটি করে লাকি কুপন দেওয়া হবে। কুপনের একটি অংশ হাট কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত থাকবে। সব কুপন নিয়ে ঈদ শেষে হবে র্যাফেল ড্র। এতে ভাগ্যবান ১০ জন পাবেন বিভিন্ন ধরনের আকর্ষণীয় পুরস্কার। পশুর হাটে এ রকম অফার দেওয়া হলে ক্রেতাদের ভিড় বাড়তে পারে।
গরু কিনুন, বিদেশ যান
কোরবানির হাটকে জমজমাট করে তুলতে ‘গরু কিনুন, বিদেশ যান’ অফার চালু করা যেতে পারে। এই অফারের আওতায় এক বা একাধিক ভাগ্যবান ক্রেতাকে লটারির মাধ্যমে বিদেশ ভ্রমণের সুযোগ করে দেওয়া হবে।
কিনলেই ক্যাশব্যাক
আজকাল ক্যাশব্যাক অফার বেশ চলছে। এজন্য পশুর হাটেও এই অফার চালু করলে ক্রেতারা আকৃষ্ট হবেন। অফারের আওতায় গরু বা ছাগলের মূল্যের ওপর ভিত্তি করে ১০ পার্সেন্ট, ২০ পার্সেন্ট ক্যাশব্যাক দেওয়া যেতে পারে।