প্যারোডি
ইলিশের মূল্য এত চড়া কেন?
আমি বলছি না ইলিশ গিফট করতে হবে, আমি চাই
কেউ একজন আমার জন্য ইলিশের তরকারি নিয়ে অপেক্ষা করুক,
শুধু পান্তাবাতের সাথে ইলিশ মিশিয়ে খাওয়ার জন্য ।
বিদেশি খাবার খেতে খেতে আমি ক্লান্ত ।
আমি বলছি না ইলিশ গিফট করতে হবে, আমি চাই
কেউ আমাকে ইলিশের জুল খেতে দিক। আমি
কাউকে মুখে তুলে ভাত খাওয়াতে বলছি না,
আমি জানি, এই ইলিশের স্বাদ
বিস্বাদ হয়ে যাবে– অন্যের হাতে খেতে ।
আমি চাই কেউ একজন জিজ্ঞেস করুক :
আমার পাঞ্জাবি লাগবে কি না, জুতা লাগবে কি না,
ডিএসএলআর ক্যামেরা দিয়ে আরো একটা ডুয়েট ছবি লাগবে কি না ।
ঠোঁট বাঁকা করে সেলফি, আমি নিজেই তুলতে পারি ।
আমি বলছি না ইলিশ গিফট করতে হবে, আমি চাই
কেউ একজন নিজ থেকে ইলিশের দাম
কমিয়ে রাখুক। কেউ আমাকে কিনতে ইন্সপায়ার করুক ।
ইলিশ কিনতে শেয়ার না হোক, কেউ অন্তত আমাকে
জিজ্ঞেস করুক : 'ইলিশের মূল্য এত চড়া কেন ?'
কবি নির্মলেন্দু গুণের ‘তোমার চোখ এত লাল কেন’ কবিতা থেকে অনুপ্রাণীত হয়ে প্যারোডিটি লেখা হয়েছে।