একটু বড় হই তার পর বছর ভরা গিলিস
ইলিশ ভায়া ইলিশ ভায়া যাচ্ছে কেমন দিনকাল
আর বলো না, সময় খারাপ, ফুরিয়ে যাচ্ছে তিন কাল।
কেন ভায়া প্রবলেমটা কী? একটু বলেন শুনি
মাছের রাজা ইলিশ আপনে কত্ত জ্ঞানী-গুণী।
রাজা না ছাই, জীবন নিয়াই লাগছে টানাটানি
কোথায় লুকাই, কোথায় যে যাই, কই যে গভীর পানি।
বউ পোলাপান বাচ্চা নিয়া পড়ছি বড় বিপদে
সকাল-বিকাল একই চিন্তা রক্ষা পাব কী পদে?
বলছেন যখন খুলেই বলেন শুনি আগাগোড়া
রাজা হয়েও আপনার বুকে কিসের জ্বালা-পোড়া?
দুঃখের কথা কী আর কবো, ভীষণ খারাপ মন
জানের ভয়ে খুব তটস্থ থাকি সর্বক্ষণ।
কয়দিন পর পয়লা বৈশাখ সেই আনন্দে নেচে
বাচ্চা-কাচ্চা মা পোয়াতি ধরে দিচ্ছে বেঁচে।
বাঙাল জাতির হুজুগে পড়ে হুমকিতে ইলিশ বংশ
এমন নিধন থাকলে বহাল খুব দেরি নাই ধ্বংস।
এমন হুজুগ সারা দুনিয়ার আর তো কোথাও নাই
কারে যে কই দুঃখের কথা, কার কাছে বা যাই।
তবু একটা বলি কথা, রাখেন লিখে খাতায়
খুব দেরি নাই ইলিশ যাবে বই-পুস্তকের পাতায়।
তাই বলি কী, কয়েকটা দিন না-ই বা খেলি ইলিশ
একটু বড় হই তার পর বছর ভরা গিলিস।