প্যারোডি
গোল্ডেনটা আমি পেয়ে গেছি...
2441139 নম্বরে বেলা বোসের সঙ্গে অঞ্জন দত্তের আবেগী গল্পের সেই গানটা আমরা সবাই শুনেছি। কিন্তু বেলা বোস ওপাশ থেকে কী জবাব দিয়েছিল, সেটা আমাদের অজানা! অঞ্জনের সেই বেলা বোস এবার গোল্ডেন এ+ পেয়েছে। এখন চলুন জেনে নেওয়া যাক, বেলা বোসের সেই বহু আকাঙ্ক্ষিত জবাবটা...
গোল্ডেনটা আমি পেয়ে গেছি অঞ্জন শুনছো,
গ্রিন কার্ড আর কেউ আটকাতে পারবে না,
ভ্যাগাবন্ডগিরি আবার তুমি শুরু করে দিতে পারো,
এগারশো বেতনে মন আমার ভিজছে না!
গোল্ডেনটা এবার পেয়ে গেছি অঞ্জন সত্যি,
আর মাত্র কয়েকটা মাস ব্যস,
প্রবাসীর সঙ্গে বিয়ে হয়ে যাবে,
তারপর আমেরিকা কনফার্ম,
হাঁ করে কেন অঞ্জন ভাগছ না!
হ্যাঁ এটাই 2441139,
বেলা বোস আমিই, পারছি যে শুনতে,
আমি এইবার, না ধরে কারো ধার,
প্রশ্ন না পেয়েও গোল্ডেন পেয়েছি,
কী ঠ্যাকা আমার তোমারই হতে!
হে এটাই 2441139,
গ্রিন কার্ডও আমি পেতে চলেছি এইবার,
আশা হয়েই মরুক তোমার চাকরি এগারশো বেতনের,
জরুরি এখন জরুরি শুধু ব্রেকআপটা দরকার!
2441139 বেলা বোসের সঙ্গে অঞ্জন দত্তের এই গান ‘শুনতে কি চাও’ অ্যালবাম থেকে অনুপ্রাণিত হয়ে প্যারোডিটি লেখা হয়েছে।