রম্য
তবু ভাই বিষেরও বাসা
চলছে আমের মৌসুম। এরই মধ্যে গ্রাম-শহর সবখানেই আসতে শুরু করেছে পাকা আম। যার বেশির ভাগই বিষাক্ত কেমিক্যাল দিয়ে পাকানো। আর ফরমালিন তো আছেই। তবে গ্রামের তুলনায় শহরে এই কেমিক্যালের প্রকোপ মারাত্মক। রজনীকান্ত সেনের ‘স্বাধীনতার সুখ’ কবিতা অবলম্বনে গ্রাম্য ও শহুরে আমের সেই সব কথা তুলে ধরা হলো
গ্রাম্য আমরে ডাকি, বলিছে শহুরে আম,
‘বনে-বাদাড়ে জন্মে দেখাও শিল্পের দাম,
আমি থাকি মহাসুখে প্রিজারভেটিভ ঘরে
তুমি কত কষ্ট পাও, গাছে গাছে ঝুলে।’
গ্রাম্য আম হাসিয়া কহে- ‘সন্দেহ কি তাই?
কষ্ট পাই, তবু থাকি নিজের গাছেই।
প্রিজারভেটিভ হোক, তবু ভাই, বিষেরও বাসা
নিজ গাছে ঝুলে থাকা মোর মহানন্দ, খাসা।’