রম্য
গরুর হাটের জন্য দরকারি সব পণ্য
জমে উঠেছে গরুর হাট। আপনি নিশ্চয়ই হাটে যাওয়ার কথা ভাবছেন? যদি তাই হয় তবে হাটে যাওয়ার আগে আপনাকে কী কী নিরাপত্তা ব্যবস্থা নিতে হতে পারে চলুন দেখে আসা যাক :
বুট জুতা
মানুষের জন্য পাবলিক টয়লেট থাকলেও গরুর জন্য তো আর নেই। তাই গরুরা যেখানে সেখানে প্রকৃতির ডাকে সাড়া দিতে পারে। কিন্তু গরুর গোবরে পা দিয়ে যেন সাড়ে সর্বনাশ না হয় সেজন্য হাটে যাওয়ার আগে আপনাকে মোটামুটি ভালো মানের একজোড়া বুট জুতা পরে বের হতে হবে। এ ছাড়া এটি আপনাকে রাস্তার কাঁদা আর নোংরা পানির হাত থেকেও বাঁচাতে সক্ষম হবে।
মুখের মাস্ক
যেখানে সেখানে আবর্জনা আর গরু-ছাগলের মলমূত্র ফেলার কল্যাণে হাটের চারপাশে তো বটের আশপাশের দূর-দূরান্ত পর্যন্ত দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। আর এই দুর্গন্ধের কবল থেকে বাঁচতে হলে সব জানতে না হলেও অন্তত মুখে মাস্ক পরাটা আপনাকে জানতেই হবে!
বডি স্প্রে
শুধু নিজের নিরাপত্তার কথা ভাবলেই হবে? আশপাশের মানুষের কথা ভাবতে হবে না? আপনার গায়ের বিশ্রী দুর্গন্ধ শুকে যেন আশপাশের মানুষ ও হাটের গরুরা বেহুশ হয়ে না পড়ে এ জন্য অবশ্যই আপনাকে গায়ে ভালো কোনো কোম্পানির বডি স্প্রে মেখে হাটে যেতে হবে।
ঢাল
গরু আমাদের শুধু দুধ-মাংসই দেয় তা কিন্তু নয়, মাঝে মাঝে কিন্তু গুঁতাও দেয়! গরুর গুঁতা খাওয়া থেকে বাঁচতে হলে ঢাল হিসেবে আপনাকে পিঠে ছালা নয়তো স্টিলের থালা বেঁধে যেতে হবে। নইলে কিন্তু গুঁতা খেয়ে ফিলিংস ভোতা হয়ে যাবে!
পেইনকিলার
গরুর হাটে যাবেন আর গরুর লাথি খাবেন না তা কি হয়? আর লাথি খেলে আপনার হাঁড়-মাংস তো বটেই গিড়ায় গিড়ায় পর্যন্ত ব্যথা করবে। আর তাই ব্যথা রোধে আগাম পেইনকিলার ম্যানেজ করে রাখতে পারেন নিজের পকেটে।