রম্য
সোশ্যাল মিডিয়া হাসপাতাল!
সোশ্যাল মিডিয়া এখন সবার কাছেই যোগাযোগের জনপ্রিয় একটা মাধ্যম। আর হাসপাতাল হচ্ছে সবার খুবই প্রয়োজনীয় একটা জায়গা। তো এই হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড যদি সোশ্যাল মিডিয়ার নামের সঙ্গে মিলিয়ে নামকরণ করা হতো, তবে কোন ওয়ার্ড কেমন এবং কিসের জন্য ব্যবহৃত হতো চলুন দেখে আসি।
গুগল রিসিপশন
হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড এবং রোগীদের যাবতীয় তথ্য খুঁজে বের করার জন্য এটা বেশ কাজে লাগত!
ফেসবুক কেবিন
ফেসবুকের সেলিব্রিটি আর নন-সেলিব্রিটিদের মতো এখানে থাকবে ভিআইপি আর সাধারণ রোগীদের জন্য আলাদা আলাদা কেবিন বা থাকার ব্যবস্থা।
ইউটিউব ওটি
যেখান থেকে অপারেশনের চিত্র টিভি স্ক্রিনের মাধ্যমে লাইভ রোগী বা হাসপাতালের অন্যান্য মানুষদের দেখানো হবে রোগীর হালচাল।
প্রিন্টারসেট বিল সেকশন
হাসপাতালের যাবতীয় বিল এবং ওষুধের তালিকা প্রিন্ট করার জন্য ব্যবহৃত হবে ওয়ার্ড।
লাইন কাউন্টার
যেখানে ডাক্তারের সিরিয়াল পাওয়ার জন্য রোগীদের দাঁড়াতে হবে লম্বা লাইনে!
টুইটার ডেস্ক
রোগীর রিলিজ বা ডিসচার্জ বার্তা দেওয়া হতে পারে হাসপাতালের এই ডেস্ক থেকেই।