রম্য
রণবীর সিংয়ের নায়িকা হতে চান মম
জাকিয়া বারী মম দেশের জনপ্রিয় একজন অভিনয়শিল্পী। সম্প্রতি তিনি আবোলতাবোল কিছু প্রশ্নের আবোলতাবোল জবাব দিয়েছেন।
প্রশ্ন : মম, মনে মনে যে কথা বলে...
উত্তর : যে কথা মনে মনে বলি সেই কথা কখনো ফাঁস করব না।
প্রশ্ন : ম্যাজিক কম্বল পেলে কী করবেন?
উত্তর : ছোটবেলায় ম্যাজিক কম্বলের গল্পগুলো পড়তে আমি ভীষণ পছন্দ করতাম। এখন সত্যি সত্যি ম্যাজিক কম্বল পেলে কাউকে কিছু না জানিয়ে দূরে কোথাও চলে যাব। মানে, হারিয়ে যেতে চাই অজানায়। যেখানে কেউ আমাকে খুঁজে পাবে না।
প্রশ্ন : বলিউডের ছবিতে নায়িকা হওয়ার প্রস্তাব পেলে কোন নায়কের সঙ্গে জুটি বাঁধতে চাইবেন?
উত্তর : অবশ্যই রণবীর সিং। এ ছাড়া আর দ্বিতীয় কোনো অপশন দিতে চাই না। রণবীর সিং আমার অনেক পছন্দের হিরো। অভিনেতা হিসেবে তিনি অনেক আকর্ষণীয়।
প্রশ্ন : জাদুর মন্ত্র জানলে....
উত্তর : যখন রাস্তায় জ্যামে বসে থাকব, তখন জাদুর মন্ত্র প্রয়োগ করে জ্যাম দূর করব। রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে কার ভালো লাগে বলুন?
প্রশ্ন : গরমে শুটিংয়ের সময় যা মনে হয়...
উত্তর : পৌষ মাস মনে করে শুটিং শেষ করি। যাতে গরম আমাকে অসহ্য করে তুলতে না পারে।
প্রশ্ন : মঙ্গল গ্রহে যাওয়ার সুযোগ হলে...
উত্তর : যেতে চাই না। পৃথিবী গ্রহ আমার পছন্দ। আর যদি মঙ্গল গ্রহে যেতে বাধ্য হই, তাহলে আমার পছন্দের সব জিনিসপত্র নিয়ে চলে যাব। আমি একাই চলে যাব। সঙ্গী হিসেবে কাউকে নেব না।
প্রশ্ন : দৈত্য যদি প্রেমের প্রস্তাব দেয়...
উত্তর : কোনো ঝামেলায় না গিয়ে সোজাসুজি দৈত্যকে বলব, ‘আমি সরি’।