রম্য
স্বর্ণের দাম কমার সামাজিক প্রভাব!
ফের কমেছে স্বর্ণের দাম, এমনটাই দেখা যাচ্ছে গত কয়েক দিনের গণমাধ্যমে। স্বর্ণের দাম কমার ঘটনা এটাই প্রথম নয়। আগেও বেশ কয়েক দফা কমেছে স্বর্ণের দাম। তো, এভাবে দফায় দফায় স্বর্ণের দাম কমতে থাকলে ভবিষ্যতে সমাজে এর কী রূপ প্রভাব পড়তে পারে, চলুন দেখে আসি।
১. অলিম্পিকের প্রথম পুরস্কার সোনার মেডেল পরিবর্তন করে তার বদলে সিটিগোল্ড বা ইমিটেশনের তৈরি মেডেল রাখা হতে পারে।
২. সোনার টুকরো ছেলে বা মেয়েদের চাহিদা কমে যেতে পারে বিয়ের বাজারে।
৩. কষ্ট করে পেট কেটে তার ভেতরে সোনা পাচার করে আনতে চাইবে না আর কোনো পাচারকারী।
৪. সোনার জিনিস গিফট করলে আপনার প্রেমিকা বা বউ ক্ষেপে গিয়ে আপনার সঙ্গে রিলেশন ব্রেক করে বসতে পারে।
৫. সোনার চামচ মুখে নিয়ে জন্মানো কথাটি আর রূপক থাকবে না। তখন এমনিই সবার ঘরে ঘরে সোনার চামচ, কাপ-পিরিচ কিংবা সোনার তৈরি থালাবাসন থাকবে।
৬. ছিনতাইকারীরা সোনার জিনিস পরে আছে এমন পাবলিক দেখলে তাদের গরিব ভেবে লুট না করেই ছেড়ে দেবে।
৭. সোনা নিয়ে যেসব গান প্রচলিত আছে, তার সবকটির জনপ্রিয়তা একেবারে শূন্যের কোঠায় নেমে চলে আসবে।
৮. স্বর্ণযুগ বলে ইতিহাসের পাতায় কোনো অধ্যায় থাকবে না।
৯. বাচ্চাদের আদর করে কেউ সোনামণি কিংবা সোনাজাদু বলে ডাকতে চাইবে না।
১০. দেশের কোথাও সোনার খনির সন্ধান পাওয়া গেলে কেউ কষ্ট করে মাটি খুঁড়ে সোনা বের করতে চাইবে না। কারণ, সোনার চেয়ে দেশের মাটির মূল্য বেশি—এটা মানুষ অনেক আগে থেকেই জানে!