ডিজিটাল লাইফস্টাইল সেবা ‘গ্রামীণফোন প্রাইম’ উন্মোচন
দেশের জনপ্রিয় মোবাইল অপারেটর গ্রামীণফোন নিজেদের পোস্টপেইড প্রোডাক্ট ‘মাই প্ল্যান’কে সমৃদ্ধ করতে ডিজিটাল লাইফস্টাইল সাবস্ক্রিপশন সেবা ‘গ্রামীণফোন প্রাইম’ চালু হয়েছে।
গতকাল শনিবার (১৫ জুলাই) রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে এক অনুষ্ঠানে ‘গ্রামীণফোন প্রাইম’ সেবার উদ্বোধন করা হয়।
প্রতিষ্ঠানটি জানায়, দেশে এ ধরনের লাইফস্টাইল সাবক্রিপশন সুবিধা এটিই প্রথম, যেখানে আনলিমিটেড ইন্টারনেটসহ টেলিযোগাযোগ ও লাইফস্টাইল সুবিধা উপভোগ করতে পারবেন গ্রাহকরা। ভ্রমণ, হসপিটালিটি, ডাইনিং, ই-কমার্স, অটোমোবাইল, আইটি সল্যুশন ও স্বাস্থ্যসেবাসহ নানান বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন প্রাইম ব্যবহারকারীরা।
ডেডিকেটেড রিলেশনশিপ ম্যানেজার ব্যবহারকারীদের সর্বোচ্চ স্বাচ্ছন্দ্য নিশ্চিত করবেন। বিভিন্ন নামী আউটলেটগুলোতে ব্যবহারকারীদের রিওয়ার্ডিং সুবিধা এবং তিন মাস পরপর নতুন অফার দেওয়া হবে।
অনুষ্ঠানে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ভাইস চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ এবং বিনোদন অঙ্গনের নুহাশ হুমায়ূন, এলিটা করিম, মোরশেদ মিশু, অমিতাভ রেজা, শিরিন শিলাসহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ‘ফেস অব প্রাইম’ এ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান। এ সময় গ্রামীণফোন প্রাইমের বিভিন্ন সুবিধা সম্পর্কেও অতিথিদের ধারণা দেওয়া হয়।