দর বাড়ায় শীর্ষে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার (২০ জুলাই) দর বাড়ায় শীর্ষে ছিল গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ওইদিন কোম্পানিটির প্রতি শেয়ারের দর সর্বশেষ ছয় টাকা ৫০ পয়সা বেড়ে দাঁড়ায় ৭২ টাকা ১০ পয়সা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি ৭৩৬ বারে ১৬ লাখ সাত হাজার ৪৬২টি শেয়ার লেনদেন করে, যার বাজারমূল্য ১১ কোটি ১৩ লাখ টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে ছিল রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড। এদিন কোম্পানিটির দর বেড়েছে পাঁচ টাকা ৯০ পয়সা। শেয়ারটি সর্বশেষ ৬৫ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। একইদিন ক্রিস্টাল ইন্স্যুরেন্সের দর চার টাকা ৮০ পয়সা বেড়েছে।
শীর্ষ ১০ গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে—লিগ্যাসি ফুটওয়্যার, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, মেঘনা ইন্স্যুরেন্স ও অগ্রণী ইন্স্যুরেন্স লিমিটেড।