ডিএসইতে দাম বাড়ার শীর্ষে ইস্টার্ন হাউজিং
গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শেষ কর্মদিবসে দর বাড়ার শীর্ষে ছিল ইস্টার্ণ হাউজিং লিমিটেড। ওই দিন কোম্পানিটির শেয়ারটির দর ৯ দশমিক ৯২ শতাংশ বেড়েছে। দিনটিতে শেয়ারটি সর্বশেষ ৯০ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।
ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র মতে, গত বৃহস্পতিবার কোম্পানিটি দুই হাজার ৭৭৩ বারে ১৩ লাখ ৫৬ হাজার শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১২ কোটি সাত লাখ টাকা।
দর বাড়ার তালিকার দ্বিতীয় স্থানে ছিল ফু-ওয়াং ফুড লিমিটেড। দিনটিতে কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে তিন টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৬৭ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৩৬ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। এই তালিকার তৃতীয় স্থানে ছিল সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড। ওই দিন কোম্পানিটির শেয়ার দর ৪৭ টাকা ৯০ পয়সা বা সাত দশমিক ৪৯ শতাংশ বেড়েছে।
দর বাড়ার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ক্রিস্টাল ইন্স্যুরেন্স, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, বসুন্ধরা পেপার মিলস, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, এডিএন টেলিকম, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন ও নাভানা ফার্মা লিমিটেড।