অর্থ সচিব ড. খায়েরুজ্জামানের সঙ্গে আইসিএসবি প্রতিনিধিদলের সাক্ষাৎ
অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারের সঙ্গে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশের (আইসিএসবি) প্রেসিডেন্ট মোহাম্মদ আসাদ উল্লাহর নেতৃত্বে আইসিএসবির একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থ সচিবের কার্যালয়ে এ বৈঠক হয়।
কাউন্সিলের পক্ষ থেকে ইনস্টিটিউটের প্রেসিডেন্ট মোহাম্মদ আসাদ উল্লাহ অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারকে অভিনন্দন জানান এবং তাকে আইসিএসবি প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। তিনি সদস্যদের পেশাগত উন্নয়নের জন্য আইসিএসবির বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে অর্থ সচিবকে অবগত করেন এবং ইনস্টিটিউটের ভবিষ্যৎ পরিকল্পনাগুলো তুলে ধরেন।
অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন এবং বাংলাদেশে কোম্পানি সেক্রেটারি পেশার পেশাদারিত্ব ও উন্নয়নে আইসিএসবির ভূমিকার প্রশংসা করেন। একইসঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার নিশ্চয়তা প্রদান করেন তিনি।
প্রতিনিধিদলের সদস্যরা অর্থ সচিবকে ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করেন, তার সহায়তা ও নির্দেশনা ইনস্টিটিউটকে লক্ষ্য অর্জনে সহায়তা করবে।
সভায় সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম নুরুল আলম, ভাইস প্রেসিডেন্ট এ কে এম মুশফিকুর রহমান, ট্রেজারার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, আইসিএসবির কাউন্সিল সদস্য ও অর্থ মন্ত্রণালযয়ের যুগ্ম সচিব মো. আমিরুল ইসলাম, সচিব ও আইসিএসবির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন এবং আইসিএসবির নির্বাহী পরিচালক (অর্থ ও হিসাব) মো. শামিবুর রহমান উপস্থিত ছিলেন।