বিএসআরএম স্টিলের পর্ষদ সভা ১২ অক্টোবর
বিএসআরএম স্টিল লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ১২ অক্টোবর (বৃহস্পতিবার) বিকেল ৪টায় এ সভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আসন্ন সভায় চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (১ এপ্রিল থেকে ৩০ জুন) নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সভায় এ প্রতিবেদন অনুমোদন পেলে তা প্রকাশ করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটি।
গত বছর শেয়ারহোল্ডারদের ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।