স্কয়ার ফার্মাসিউটিক্যালসের লভ্যাংশ ঘোষণা
স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি গত ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য ১০৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এ লভ্যাংশের পুরোটাই নগদ পাবেন শেয়ারহোল্ডাররা।
রোববার (২২ অক্টোবর) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে অনুমোদন এবং এই লভ্যাংশের ঘোষণা দেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সমাপ্ত হিসাব বছরে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি আয় হয়েছে ২১ টাকা ৪১ পয়সা, যা আগের বছর ছিল ২০ টাকা ৪৮ পয়সা।
গত ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১২৯ টাকা ৯৫ পয়সা।
আগামী ১৪ ডিসেম্বর ভার্চুইয়ালি কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ ১৬ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।