বেক্সিমকো ফার্মার প্রান্তিক আয় বেড়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে আয় বেড়েছে। ২০২২-২০২৩ অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটি এমন তথ্য প্রকাশ করেছে। আজ সোমবার (৬ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ২০২৩-২০২৪ অর্থবছরের প্রথম প্রান্তিক আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে বেক্সিমকোর সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৪৮ পয়সা। আগের ২০২২-২০২৩ অর্থবছরে প্রথম প্রান্তিকে কোম্পানিটির ইপিএস ছিল ৩ টাকা ২৪ পয়সা। এই সময়ের ব্যবধানে ইপিএস বেড়েছে ২৪ পয়সা বা ৭ দশমিক ৪১ শতাংশ।
প্রথম প্রান্তিকে সমন্বিত শেয়ার প্রতি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৬ টাকা শূন্য ৭ পয়সা। আগের অর্থবছরের ছিল ১ টাকা ৫৩ পয়সা। চলতি অর্থবছরের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০১ টাকা ৪০ পয়সা।