লভ্যাংশ দেবে না লোকসানি ওয়েস্টার্ন মেরিন
পুঁজিবাজারে তালিকাভুক্ত ‘বি’ ক্যাটাগরির কোম্পানি ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ২০২২-২০২৩ সমাপ্ত অর্থবছরে (জুলাই-জুন) লোকসান গুনছে। এতে সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
২০২২-২০২৩ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৬ পয়সা। আগের ২০২১-২০২২ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল ৫ পয়সা। সমাপ্ত অর্থবছরে শেয়ার প্রতি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে নেগেটিভ ৭৮ পয়সা। আগের অর্থবছরের এনওসিএফপিএস ছিল ৪৪ পয়সা। গত ৩০ জুন কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ৮৮ পয়সা। আগের অর্থবছরে এনএভিপিএস ছিল ২১ টাকা ৮ পয়সা। ঘোষিত শূন্য লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাটফর্মে শুরু হবে আগামী ২৩ ডিসেম্বর বিকেল ৪টায়। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৪ ডিসেম্বর।
উল্লেখ্য, ২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। কোম্পানিটির অনুমোদিত মূলধন ৬০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ২৩৫ কোটি ২০ লাখ ৪০ হাজার টাকা। শেয়ার সংখ্যা ২৩ কোটি ৫২ লাখ ৩ হাজার ৭৬৯টি। রিজার্ভ ২৬১ কোটি ৩৮ লাখ টাকা। মঙ্গলবার লেনদেন শুরুতে কোম্পানিটির শেয়ার প্রতি দর ছিল ১১ টাকা ২০ পয়সা। কোম্পানির উদ্যোক্তা পরিচালক ৩০ দশমিক শূন্য ১ শতাংশ শেয়ার ধারণ করেছে। এছাড়া প্রতিষ্ঠানটির পরিচালক ১৭ দশমিক ২৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীরা ৫২ দশমিক ৭৪ শতাংশ শেয়ার ধারণ করেছে।