দর বাড়ার শীর্ষে ফু-ওয়াং ফুড ও জিকিউ বলপেনের শেয়ার
দর বাড়ার শীর্ষে রয়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত ‘বি’ ক্যাটাগরির প্রতিষ্ঠান ফু-ওয়াং ফুড ও জিকিউ বলপেন। আজ বুধবার (২৯ নভেম্বর) ফু-ওয়াং ফুডের শেয়ার দর ১০ শতাংশ বেড়েছে। কোম্পানিটি আজ শেয়ার টপটেন গেইনারের শীর্ষে অবস্থান করছে। একইদিনে ১০ শতাংশ বেড়ে গেইনারের দ্বিতীয়তে উঠে এসেছে জিকিউ বলপেনের শেয়ার। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইতে আজ ফু-ওয়াং ফুডের শেয়ারের সমাপনী দর দাঁড়িয়েছে ৩০ টাকা ৮০ পয়সা। আগেরদিন মঙ্গলবার কোম্পানিটির শেয়ারের সমাপনী দর ছিল ২৮ টাকা। এই সময়ের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে দুই টাকা ৮০ পয়সা বা ১০ শতাংশ। এদিন ফু-ওয়াং ফুডের শেয়ার দর ২৮ টাকা ৪০ পয়সা থেকে ৩০ টাকা ৮০ পয়সার মধ্যে ওঠানামা করে।
একইদিনে ১০ শতাংশ বেড়ে জিকিউ বলপেনের শেয়ারের সমাপনী দর দাঁড়িয়েছে ১৫৭ টাকা ৩০ পয়সা। আগেরদিন মঙ্গলবার কোম্পানিটির শেয়ারের সমাপনী দর ছিল ১৪৩ টাকা। এই সময়ের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৪ টাকা ৩০ পয়সা বা ১০ শতাংশ। শেয়ার দর ১৪৪ টাকা ৫০ পয়সা থেকে ১৫৭ টাকা ৩০ পয়সার মধ্যে ওঠানামা করে।
ডিএসইতে এদিন টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে–আজিজ পাইপসের ৯ দশমিক ৯৯ শতাংশ, স্ট্যান্ডার্ড সিরামিকের ৯ দশমিক ৯৩ শতাংশ, খুলনা প্রিন্টিংয়ের ৯ দশমিক ৩৩ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের আট দশমিক ৭৩ শতাংশ, শমরিতা হসপিটালের সাত দশমিক ৮৪ শতাংশ, ফু-ওয়াং সিরামিকের সাত দশমিক ৩০ শতাংশ, লিবরা ইনফিউশনের ছয় দশমিক ২৫ শতাংশ এবং ইস্টার্ন ইন্স্যুরেন্সের শেয়ার দর ছয় দশমিক ১২ শতাংশ করে শেয়ার দর বেড়েছে।