লোকসানে তবুও লভ্যাংশ দেবে এনার্জিপ্যাক পাওয়ার
পুঁজিবাজারে তালিকাভুক্ত এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ২০২২-২০২৩ সমাপ্ত অর্থবছরে (জুলাই-জুন) শেয়ার প্রতি লোকসান গুণছে ২ টাকা ৩৬ লাখ টাকা। তবুও আলোচিত সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
গতকাল বুধবার কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় এই লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। আজ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর)) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ২০২২-২০২৩ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ দশমিক ৩৬ পয়সা। আগের ২০২১-২০২২ অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) ছিল ৫১ পয়সা। সর্বশেষ সমাপ্ত অর্থবছরে শেয়ার প্রতি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৩ টাকা ১৫ পয়সা। আগের সমাপ্ত অর্থবছরে শেয়ার প্রতি নগদ প্রবাহ হয়েছে নেগেটিভ ৫ টাকা ৪৮ পয়সা।
গত ৩০ জুন কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) পুনর্মূল্যায়ন সহ দাঁড়িয়েছে ৪৩ টাকা ১৮ পয়সা। এনএভিপিএস পুনর্মূল্যায়ন ছাড়াই দাঁড়িয়েছে ৩১ টাকা ২৮ পয়সা। আগের অর্থবছরে শেয়ার প্রতি সম্পদমূল্য পুনর্মূল্যায়ন ছাড়াই ছিল ৪৮ টাকা ১৮ পয়সা। এনএভিপিএস পুনর্মূল্যায়ন ছাড়াই ছিল ৩৪ টাকা শূন্য ৯ পয়সা। কোম্পানিটির ঘোষিত লভ্যাংশ রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৭ ডিসেম্বর। বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ বিষয়ে এখনও তথ্য জানায়নি কোম্পানিটি। কোম্পানিটি আগের ২০২১-২০২২ অর্থবছরে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
২০২২-২০২৩ সমাপ্ত অর্থবছরে তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) সমন্বিত শেয়ার প্রতি মুনাফা ৫২ পয়সা। আগের ২০২১-২০২২ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) সমন্বিত শেয়ার প্রতি মুনাফা ২৯ পয়সা। সর্বশেষ সমাপ্ত অর্থবছরে প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) সমন্বিত শেয়ার প্রতি মুনাফা হয়েছে ৮৪ পয়সা। আগের ২০২১-২০২২ অর্থবছরের তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) সমন্বিত শেয়ার প্রতি মুনাফা ছিল এক টাকা ৩১ পয়সা। আলোচিত প্রথম তিন প্রান্তিকে সমন্বিত শেয়ার প্রতি নগদ প্রবাহ ৭ টাকা ৩০ পয়সা। আগের সমাপ্ত অর্থবছরে তিন প্রান্তিকে সমন্বিত শেয়ার প্রতি নগদ প্রবাহ ৭ টাকা ৯২ পয়সা। গত ৩১ মার্চ কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি সম্পদমূল্য পুনর্মূল্যায়ন সহ দাঁড়িয়েছে ৪৯ টাকা ৬ পয়সা। আগের সমাপ্ত অর্থবছরে গত ৩১ মার্চ কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি সম্পদমূল্য পুনর্মূল্যায়ন সহ দাঁড়িয়েছিল ৪৮ টাকা ১৮ পয়সা।
উল্লেখ্য, ২০২১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন। কোম্পানিটির অনুমোদিত মূলধন ৫০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১৯০ কোটি ২০ লাখ টাকা। শেয়ার সংখ্যা ১৯ কোটি ১ লাখ ৬৩ হাজার ২১৬টি। রিজার্ভে রয়েছে ৫২৭ কোটি ৬ লাখ টাকা। কোম্পানিটির উদ্যোক্তা পরিচালক ৫৪ দশমিক ১৩ শতাংশ শেয়ার ধারণ করেছে। এছাড়া প্রাতিষ্ঠানিক পরিচালক ১৭ দশমিক ৯৩ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীরা ২৭ দশমিক ৯৪ শতাংশ শেয়ার ধারণ করেছে। গতকাল বুধবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার প্রতি দর ছিল ৩৪ টাকা ৫০ পয়সা।