ফু-ওয়াং সিরামিকের ২৮তম এজিএম অনুষ্ঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত ফু-ওয়াং সিরামিক ২৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (৩১ ডিসেম্বর) বেলা ১২টায় ডিজিটাল (ভার্চ্যুয়াল) প্লাটফর্মে এই এজিএমে ২০২২-২০২৩ সমাপ্ত অর্থবছরের (জুলাই-জুন) কোম্পানিটির নিরীক্ষিত বার্ষিক আর্থিক প্রতিবেদন উপস্থাপন করা হয়।
এজিএমে শেয়ারহোল্ডাররা কোম্পানির পরিচালনা পর্ষদ কর্তৃক দুই শতাংশ নগদ লভ্যাংশ সর্বসম্মতিক্রমে অনুমোদন করেছে। এজিএমে সমাপ্ত অর্থবছরের কোম্পানিটির আর্থিক বিবরণী, পরিচালক এবং নিরীক্ষক প্রতিবেদন অনুমোদন হয়। পরিচালক নির্বাচন ও আগামী অর্থবছরের জন্য কমপ্লায়েন্স নিরীক্ষক নিয়োগ ও তার পারিশ্রমিক নির্ধারণ এজেন্ডা অনুমোদন হয়। এছাড়া ব্যবসায়ের উন্নয়নে চেয়ারম্যানের আগাম অনুমতি সহ বিশেষ এক এজেন্টা অনুমোদন হয়।
সভায় সভাপতিত্ব করেন পরিচালক সৈয়দ রেজারাজ আহমেদ। ডিজিটাল প্লাটফর্মে উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক মো. শাহিদ হোসন তানজিল, স্বতন্ত্র পরিচালক নারায়ণ রায়, মোহাম্মদ হামিদুর রশিদ, প্রধান নির্বাহী কর্মকর্তা রফিকুজ্জামান ভূঞা, প্রধান আর্থিক কর্মকর্তা আহমেদ মোনাব্বী সহ শেয়ারহোল্ডাররা। সভাটির কার্যক্রম পরিচালনা করেন কোম্পানি সচিব মোহাম্মদ আব্দুল হালিম ঠাকুর।