১৪৭ টাকা কমে রেনেটা পতনের শীর্ষে
পুঁজিবাজারে তালিকাভুক্ত ‘এ’ ক্যাটাগরির রেনেটা গত সপ্তাহে (রোববার থেকে বৃহস্পতিবার) শেয়ার প্রতি দর কমছে ১৪৭ টাকা। এতে সপ্তাহটিতে কোম্পানিটির শেয়ার লুজারের শীর্ষে উঠে এসেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইতে গত বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রেনেটার শেয়ারের সমাপনী দর দাঁড়ায় এক হাজার ৭০ টাকা ৫০ পয়সা। যা আগের সপ্তাহে বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) কোম্পানিটির শেয়ারের সমাপনী দর ছিল এক হাজার ২১৭ টাকা ৯০ পয়সা। এক সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার প্রতি দর কমেছে ১৪৭ টাকা ৪০ পয়সা বা ১২ দশমিক ১০ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির তিন কোটি ৯৯ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় লেনদেন ছিল ৭৯ লাখ ৮০ হাজার টাকা।
তথ্যমতে, চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর-ডিসেম্বর) আর্থিক প্রতিবেদনে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে সাত টাকা ৬৮ পয়সা। আগের অর্থবছরের (২০২২-২০২৩) একই সময়ে (অক্টোবর-ডিসেম্বর) সমন্বিত শেয়ার প্রতি মুনাফা ছিল সাত টাকা ৪২ পয়সা। চলতি অর্থবছরের প্রথম ছয় মাস বা দুই প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর) সমন্বিত শেয়ার প্রতি মুনাফা হয়েছে ১৬ টাকা ৫৭ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে (জুলাই-ডিসেম্বর) সমন্বিত শেয়ার প্রতি মুনাফা ছিল ১৮ টাকা ২৮ পয়সা। আলোচিত দুই প্রান্তিকে শেয়ার সমন্বিত প্রতি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে দুই টাকা ৮০ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে সমন্বিত শেয়ার প্রতি নগদ প্রবাহ ছিল নেগেটিভ দুই টাকা ৫০ পয়সা। গত ৩১ ডিসেম্বর কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭৭ টাকা ২৩ পয়সা।
২০২২-২০২৩ অর্থবছরের সমাপ্ত আর্থিক প্রতিবেদনে (জুলাই-জুন) কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ৬২ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা করেছে। আলোচ্য অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি মুনাফা হয়েছিল ২০ টাকা ৪০ পয়সা। আগের ২০২১-২০২২ অর্থবছরে (জুলাই-জুন) সমন্বিত শেয়ার প্রতি মুনাফা ছিল ৪৪ টাকা ৫৬ পয়সা। সমাপ্ত অর্থবছরে সমন্বিত শেয়ার প্রতি নগদ প্রবাহ হয়েছিল ১৮ টাকা ১৮ পয়সা। আগের অর্থবছরে সমন্বিত শেয়ার প্রতি নগদ প্রবাহ ছিল ২৬ টাকা ২৪ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ২৬৬ টাকা ৮৭ পয়সা। আগের অর্থবছরে সমন্বিত শেয়ার প্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছিল ২৫৬ টাকা ৪৩ পয়সা।
১৯৭৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় রেনেটা। কোম্পানিটির অনুমোদিত মূলধন ২৮৫ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১১৪ কোটি ৬৯ লাখ ৬০ হাজার টাকা। শেয়ার সংখ্যা ১১ কোটি ৪৬ লাখ ৯৬ হাজার ৪৯১টি। রিজার্ভে রয়েছে দুই হাজার ৯১২ কোটি ৪৩ লাখ টাকা। কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকরা ৫১ দশমিক ২৯ শতাংশ শেয়ার ধারণ করেছে। এ ছাড়া প্রাতিষ্ঠানিক পরিচালকরা ১৯ দশমিক ৬৯ শতাংশ, বিদেশিরা ২২ দশমিক ৬৭ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীরা ছয় দশমিক ৩৫ শতাংশ শেয়ার ধারণ করেছে।
গেল সপ্তায় দর কমার তালিকায় শীর্ষ দ্বিতীয়তে এসেছে খান ব্রাদার্স। কোম্পানিটির শেয়ারটির দর কমেছে ৯ দশমিক ৪১ শতাংশ। তালিকায় অন্য কোম্পানিগুলোর মধ্যে আনোয়ার গ্যালভানাইজিংয়ের আট দশমিক ৩৫ শতাংশ, মেরাকল ইন্ডাস্ট্রিজের আট দশমিক শূন্য এক শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফান্ডের সাত দশমিক ৭৮ শতাংশ, আরএসআরএমের সাত দশমিক ৫৩ শতাংশ, এনটেকের সাত দশমিক ৩৩ শতাংশ, আরামিট সিমেন্টের ছয় দশমিক ৫১ শতাংশ, খুলনা প্রিন্টিংয়ের চার দশমিক ৬০ শতাংশ এবং আলহাজ্ব টেক্সটাইলের চার দশমিক শূন্য তিন শতাংশের দর পতন হয়।