ছয় ব্যাংকের এজিএম বৃহস্পতিবার
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ছয় কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার (৩০ মে)। কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদের পূর্ব ঘোষিত লভ্যাংশ, সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন সহ বিভিন্ন এজেন্ডা এই এজিএম সভায় শেয়ারহোল্ডাররা অনুমোদন করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আগামীকাল এজিএম অনুষ্ঠিত কোম্পানিগুলো হচ্ছে- ব্র্যাক ব্যাংক, প্রাইম ব্যাংক, উত্তরা ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক ও সিটি ব্যাংক। এর মধ্যে ব্র্যাক ব্যাংকের ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ, প্রাইম ব্যাংকের ১৭ দশমিক ৩০ শতাংশ নগদ লভ্যাংশ, উত্তরা ব্যাংকের ১৭ দশমিক ৫০ শতাংশ নগদ ও ১২ দশমিক ৫০ শতাংশ বোনাস লভ্যাংশ, শাহজালাল ইসলামী ব্যাংকের ১৪ শতাংশ নগদ লভ্যাংশ, মার্কেন্টাইল ব্যাংকের ১০ শতাংশ নগদ লভ্যাংশ এবং সিটি ব্যাংকের ১৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে।