ন্যাশনাল লাইফের ৩৮ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন
৩৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্পন্ন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স। শেয়ারহোল্ডারদের সম্মতির মধ্য দিয়ে ডিজিটাল প্লাটফর্মে গতকাল রোববার (৩০ জুন) এই এজিএম অনুষ্ঠিত হয়।
এদিন কোম্পানিটি শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে ২০২৩ সমাপ্ত বছরের (জানুয়ারি-ডিসেম্বর) জন্য ৩৮ শতাংশ নগদ লভ্যাংশসহ মোট ছয়টি এজেন্ডা অনুমোদন হয়। অন্য এজেন্ডাগুলো হলো— আলোচিত সমাপ্ত বছরের আর্থিক বিবরণী অনুমোদন, পরিচালক ও স্বতন্ত্র পরিচালক মনোনয়ন ও নির্বাচন, নিরীক্ষক পুনর্নিয়োগ ও সম্মানি এজেন্ডা, যা শেয়ারহোল্ডাররা অনুমোদন করেন। এছাড়া বিশেষ এক এজেন্ডা অনুমোদন হয়। সেটা হল- ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিবর্তে এখন হবে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।
এজিএম সভায় সভাপতিত্ব করেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মোরশেদ আলম। ডিজিটাল প্লাটফর্মের এই এজিএমে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক মতিউর রহমান, মো. শহীদুল ইসলাম চৌধুরী, বিলকিস নাহার, এএসএম মাঈন উদ্দিন মোনেম, ডা. শামীম খান, সৈয়দ মিনহাজ আহমেদ, জাকির আহমেদ খান, দাস দেব প্রসাদ, শফিকুর রহমান টিটু, মো. ইমরুল আলম, কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন, এডিশনাল এমডি মো. খসরু চৌধুরী, ডিএমডি এন্ড সিএফও প্রবীর চন্দ্র দাস, কোম্পানি সচিব মো. আব্দুল ওহাব মিয়ানসহ শেয়ারহোল্ডাররা।
কোম্পানি সূত্রে জানা যায়, ২০২৩ সমাপ্ত হিসাব বছরে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের সমন্বিত শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে চার টাকা ২৩ পয়সা। আগের ২০২২ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা ছিল পাঁচ টাকা ৭৮ পয়সা। এ সময়ের ব্যবধানে শেয়ার প্রতি মুনাফা কমেছে এক টাকা ৫৫ পয়সা বা ২৬ দশমিক ৮২ শতাংশ। আলোচিত সমাপ্ত হিসাব বছরে শেয়ার প্রতি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে সমন্বিত ৪৬ টাকা ৫১ পয়সা। আগের বছরে শেয়ার প্রতি নগদ প্রবাহ ছিল ২৪ টাকা ১০ পয়সা। গত ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫১ টাকা শূন্য দুই পয়সা। আগের বছরে শেয়ার প্রতি সম্পদমূল্য ছিল ৬৮ টাকা ২২ পয়সা।