ডিএসইতে এক ঘণ্টায় লেনদেন ৯৫ কোটি টাকা
প্রধান সূচক উত্থানে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। আজ মঙ্গলবার (৮ অক্টোবর) শুরুর প্রথম এক ঘণ্টা ২ মিনিটে, অর্থাৎ বেলা ১১টা ২মিনিটে লেনদেন হয়েছে ৯৪ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার। আলোচিত সময়ে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
অনুসন্ধানে দেখা গেছে, লেনদেন শুরুতে ডিএসইতে ক্রেতার চাপ বাড়ে। এতে লেনদেনের প্রথম ১১ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয়েছে ৩৭ পয়েন্ট। তখন ডিএসইএক্স সূচক অবস্থান করেছিল পাঁচ হাজার ৩৭২ পয়েন্টে। সূচকের উত্থান গতি পরে কমে আসে। লেনদেনের শুরুর প্রথম এক ঘণ্টা ২ মিনিটে সূচক ডিএসইএক্স দশমিক ১১ পয়েন্ট উত্থান হয়ে দাঁড়ায় পাঁচ হাজার ৩৩৫ দশমিক ১৬ পয়েন্টে।
আলোচিত সময় ডিএসইএস সূচক ২ দশমিক ৬১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৯২ পয়েন্টে। এ ছাড়া ডিএস-৩০ সূচক ছয় দশমিক ৭২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৯৩৫ দশমিক ৫০ পয়েন্টে। কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১৫৮টির, কমেছে ১৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৩টি কোম্পানির শেয়ারদর।
আলোচিত সময়ে লেনদেন শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংকের শেয়ার। লেনদেন করেছে ১৬ কোটি ৬৯ লাখ টাকা। এ ছাড়া ইসলামী ব্যাংকের পাঁচ কোটি এক লাখ টাকা, ন্যাশনাল টি’র চার কোটি ৪২ লাখ টাকা, অগ্নি সিস্টেমসের তিন কোটি ৪৭ লাখ টাকা, লাভেলো আইসক্রিমের তিন কোটি ২৩ লাখ টাকা এবং গ্রামীণফোনের তিন কোটি ১২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।