৮২ শতাংশ কোম্পানির দর উত্থান
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক উত্থানে শেষ হয়েছে আজ বুধবারের (৯ অক্টোবর) লেনদেন। একদিনের ব্যবধানে আজ বাজারে মূলধনের পরিমাণ বেড়েছে আট হাজার ১১৫ কোটি টাকা। এদিন লেনদেনে অংশ নেওয়া ৮২ দশমিক ৫৮ শতাংশ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। গত মঙ্গলবারের তুলনায় আজ বেড়েছে লেনদেনের পরিমাণ।
ডিএসইর সূত্রে জানা গেছে, আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৩৭৬ কোটি ৬০ লাখ টাকা। আগের কর্মদিবস মঙ্গলবার লেনদেন ছিল ৩৫৫ কোটি ৩৭ লাখ টাকা। এদিন পুঁজিবাজারে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৭৪ হাজার ৪১৬ কোটি ৫৭ লাখ টাকা। আগের কর্মদিবস মঙ্গলবার পুঁজিবাজার মূলধন ছিল ছয় লাখ ৬৬ হাজার ৩০১ কোটি ছয় লাখ টাকা।
সূচক ডিএসইএক্স ৯৮ দশমিক ৮৩ পয়েন্ট বেড়েছে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৪২২ দশমিক শূন্য পাঁচ পয়েন্টে। ডিএসইএস সূচক ১৮ দশমিক ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২০৫ দশমিক ৮৮ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক ৪৫ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯৮৪ দশমিক ৯৯ পয়েন্টে। ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৩২৭টির ও কমেছে ৩৭টির। শেয়ার দর পরিবর্তন হয়নি ৩২টির।
এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে অগ্নি সিস্টেমসের শেয়ার। কোম্পানিটির ৩১ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেন শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে লাভলো আইসক্রিমের ১৩ কোটি ২৯ লাখ টাকা, মিডল্যান্ড ব্যাংকের ১১ কোটি ৩৭ লাখ টাকা, গ্রামীণফোনের ১০ কোটি ৮০ লাখ টাকা এবং ইসলামী ব্যাংকের আট কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে নিউ লাইনের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর কমেছে ৯ দশমিক ৮৭ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে আইসিবির শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ।