প্রণোদনা পেলে ভালো পারিবারিক কোম্পানিগুলো পুঁজিবাজারে আসবে
ভালো কোম্পানিগুলোর পুঁজিবাজারে আনতে আর্থিক প্রণোদনা দিতে হবে। তা না হলে ভালো পারিবারিক কোম্পানিগুলো পুঁজিবাজারে আসবে না বলে জানিয়েছেন ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ। তিনি বলেন, বর্তমানে পুঁজিবাজারে ভালো মানের শেয়ারের সংখ্যা কম।
বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ-২০২৪ উপলক্ষে গতকাল বুধবার (৯ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এবং ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আবু আহমেদ এ কথা বলেন।
আবু আহমেদ বলেন, ডিএসইকে আরও ক্ষমতায়ন করতে হবে। শক্তিশালী হয়ে কাজ করতে হবে। তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। বিশেষ করে আইপিওর ক্ষেত্রে স্টক এক্সচেঞ্জের মতামতকে প্রাধান্য দিতে হবে। বর্তমানে পুঁজিবাজারে ভালো মানের শেয়ারের সংখ্যা কম। এজন্য সরকারি ও বহুজাতিক কোম্পানিগুলোকে বাজারে নিয়ে আসতে হবে। যাতে বিনিয়োগকারীরা বিনিয়োগের জন্য ভালো মানের শেয়ার পায়।
সরকারি কোম্পানি তালিকাভুক্ত হলে বিনিয়োগকারীরা লাভবান হবে জানিয়ে তিনি বলেন, এতে সরকারও উন্নয়ন প্রকল্পের জন্য পুঁজিবাজার থেকে অর্থ পাবে। এজন্য উদ্যোগ গ্রহণ করতে হবে। পাবলিক ইন্টারেস্টের চেয়ে বড় কিছু নেই। সম্প্রতি বিএসইসি কিছু গ্রুপের সঙ্গে আলোচনা করেছে। এটি ইতিবাচক। তবে ভালো কোম্পানিগুলো পুঁজিবাজারে আনতে আর্থিক প্রণোদনা দিতে হবে। তা না হলে ভাল পারিবারিক কোম্পানিগুলো পুঁজিবাজারে আসবে না।