১০ কোম্পানির দখলে ৩০ শতাংশ লেনদেন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার (১৪ অক্টোবর) লেনদেন হয়েছে ৩৫০ কোটি টাকার শেয়ার ও ইউনিটের। এর মধ্যে শীর্ষ ১০ কোম্পানিতেই লেনদেন হয়েছে ১০৩ কোটি টাকা, যা মোট লেনদেনের প্রায় ৩০ শতাংশ।
এদিন ডিএসইতে সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। একদিনের ব্যবধানে বাজারে মূলধনের পরিমাণ কমেছে তিন হাজার ২০৬ কোটি টাকা। লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। আগের কর্মদিবস থেকে এদিন কমেছে লেনদেনের পরিমাণ। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
ডিএসইতে এদিন লেনদেন হয়েছে ৩৯৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের। যেখানে লেনদেন হয়েছে ৩৫০ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও ইউনিটের। এর মধ্যে শীর্ষ লেনদেনের তালিকায় থাকা ১০ কোম্পানিতে লেনদেন হয়েছে ১০৩ কোটি ২০ লাখ টাকা। যা মোট লেনদেনের ২৯ দশমিক ৪৩ শতাংশ।
এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে অগ্নি সিস্টেমসের শেয়ার। কোম্পানিটির ২১ কোটি ৬২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। এদিন লেনদেনের শীর্ষে স্থানে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে টেকনো ড্রাগসের ১৭ কোটি ২৬ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের ১১ কোটি ২২ লাখ টাকা, গ্রামীণফোনের ১০ কোটি ২৩ লাখ টাকা, এশিয়াটিক ল্যাবরেটরিজের সাত কোটি ৯৩ লাখ টাকা, খান ব্রাদার্সের সাত কোটি ৯৩ লাখ টাকা, ফারইস্ট নিটিংয়ের সাত কোটি ৫৮ লাখ টাকা, বেক্সিমকো ফার্মার ছয় কোটি ৯১ লাখ টাকা, ইবনে সিনার ছয় কোটি ৫১ লাখ টাকা এবং লাভেলো আইসক্রিমের পাঁচ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আজ সোমবার পুঁজিবাজারে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৭১ হাজার ২১০ কোটি ৬২ লাখ টাকা। আগের কর্মদিবস বুধবার পুঁজিবাজার মূলধন ছিল ছয় লাখ ৭৪ হাজার ৪১৬ কোটি ৫৭ লাখ টাকা। প্রধান সূচক ডিএসইএক্স ৪৮ দশমিক ৫১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৩৭৩ দশমিক ৫৪ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১৫ দশমিক ৪৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৯৬৯ দশমিক ৫২ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক ১৪ দশমিক ২৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৯১ দশমিক ৫৭ পয়েন্টে। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে আরএসআরএম স্টিলের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর কমেছে ৯ দশমিক শূন্য ৯ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ।