অন্তর্বর্তী সরকারের সময়ে সবচেয়ে কম লেনদেন আজ
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে আজ বুধবার (১৬ অক্টোবর)। এদিন লেনদেনে অংশ নেওয়া ৭৬ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। আগের কর্মদিবস মঙ্গলবারের তুলনায় লেনদেন কমে আজ ৩০০ কোটি টাকার ঘরের নিচে নেমে এসেছে। আজকের এই লেনদেন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সবচেয়ে কম লেনদেন হলো আজ। তবে আগের কর্মদিবস মঙ্গলবারের তুলনায় এদিন পুঁজিবাজারে মূলধন পরিমাণ বেড়েছে দুই হাজার ৮৯১ কোটি টাকা।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। পরে গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশ পরিচালনার দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। দায়িত্ব নেওয়ার পর প্রথমদিকে ডিএসইতে লেনদেন উল্লম্ফন ছিল। কিন্তু পরে পতন শুরু হয়। সেই পতন এখনও অব্যাহত আছে।
ডিএসইর সূত্রে জানা গেছে, চলতি বছরের ৪ আগস্ট ডিএসইতে লেনদেন হয়েছিল ২০৭ কোটি ৮৩ লাখ টাকা। যেখানে আজ ডিএসইতে লেনদেন হয়েছে ২৯৬ কোটি ৩৪ লাখ টাকা। যা গত দুই মাস ১৩ দিনের মধ্যে এটি সর্বনিম্ন হিসেবে বিবেচ্য হয়েছে। আগের কর্মদিবস গতকাল মঙ্গলবার লেনদেন ছিল ৩১৮ কোটি ছয় লাখ টাকা।
আলোচিত এদিন পুঁজিবাজারে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৭২ হাজার ৯১৭ কোটি ৩৭ লাখ টাকা। আগের কর্মদিবস মঙ্গলবার পুঁজিবাজার মূলধন ছিল ছয় লাখ ৭০ হাজার ২৬ কোটি ছয় লাখ টাকার শেয়ার। আজ সূচক ডিএসইএক্স ৪৯ দশমিক ৭৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৩১৬ দশমিক ২১ পয়েন্টে। আগের কর্মদিবস বৃহস্পতিবার ডিএসইএক্স দাঁড়িয়েছিল পাঁচ হাজার ৩৬৫ দশমিক ৯৬ পয়েন্টে। আজ ডিএসইএস সূচক ১২ দশমিক ৪৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৮২ দশমিক ৮৭ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক ১৫ দশমিক ৭৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৯৪৭ দশমিক ৯৭ পয়েন্টে। ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৫৩টির ও কমেছে ৩০০টির বা ৭৫ দশমিক ৯৫ পয়েন্টের। শেয়ার দর পরিবর্তন হয়নি ৪২টির।
এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে লাভেলো আইসক্রিমের শেয়ার। কোম্পানিটির ১৮ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেন শীর্ষে ওঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে অগ্নি সিস্টেমসের ১২ কোটি ৪৯ লাখ টাকা, টেকনো ড্রাগসের ১১ কোটি ২৩ লাখ টাকা, এনআরবি ব্যাংকের ১১ কোটি সাত লাখ টাকা, গ্রামীণফোনের সাত কোটি ১৫ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের সাত কোটি টাকা, খান ব্রাদার্সের ছয় কোটি ৭৯ লাখ টাকা, ইসলামী ব্যাংকের ছয় কোটি ৭২ লাখ টাকা এবং সোশ্যাল ইসলামী ব্যাংকের ছয় কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে ইউনিয়ন ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর কমেছে ৯ দশমিক ৮৪ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে লাভেলো আইসক্রিমের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে পাঁচ দশমিক শূন্য ৯ শতাংশ।