সূচকের উত্থান, বেড়েছে লেনদেন-মূলধন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর)। একদিনের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩৯ পয়েন্ট। আলোচিত এদিনে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরে উত্থান হয়েছে। আগের কর্মদিবস বুধবারের তুলনায় এদিন বাজারে মূলধনের পরিমাণ বেড়েছে তিন হাজার ৭৫ কোটি টাকা। লেনদেন বেড়ে আজ ৫৭৬ কোটি টাকায় অবস্থান করেছে।
অনুসন্ধানে জানা যায়, গত বুধবার লেনদেন হয়েছিল ৪৭৯ কোটি ৮৭ লাখ টাকা। আজ লেনদেন হয়েছে ৫৭৬ কোটি ৩৩ লাখ টাকা। এদিন পুঁজিবাজারে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৭৪ হাজার ৬৭৮ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস বুধবার পুঁজিবাজার মূলধন ছিল ছয় লাখ ৭১ হাজার ৬০৩ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার।
আজ প্রধান সূচক ডিএসইএক্স ৩৯ দশমিক ৩০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৩৫৫ দশমিক ৩২ পয়েন্টে। আগের কর্মদিবস বুধবার ডিএসইএক্স দাঁড়িয়েছিল পাঁচ হাজার ৩১৬ দশমিক শূন্য এক পয়েন্টে। আজ ডিএস৩০ সূচক ১৪ দশমিক ২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯৮৬ দশমিক ৪০ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক চার দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৮৯ দশমিক ৫২ পয়েন্টে। ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৮৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২৫৮টির বা ৬৬ দশমিক ৮৪ শতাংশ ও কমেছে ৮৩টির। শেয়ার দর পরিবর্তন হয়নি ৪৫টির।
এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং করপোরেশনের শেয়ার। কোম্পানিটির ২১ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে এমজেএল বাংলাদেশের ১৯ কোটি ৮৫ লাখ টাকা, যমুনা ব্যাংকের ১৯ কোটি ২৬ লাখ টাকা, বেক্সিমকো ফার্মার ১৬ কোটি ২৫ লাখ টাকা, ইসলামী ব্যাংকের ১২ কোটি ৮৩ লাখ টাকা, লংকাবাংলা ফাইন্যান্সের ১০ কোটি ৩৫ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের ৯ কোটি ৫০ লাখ টাকা এবং গ্রামীণফোনের আট কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে তসরিফা ইন্ডাস্ট্রিজের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ৯ দশমিক ১৩ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে আমান ফিডের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ।