ডিএসইতে লেনদেন ৪০০ কোটি টাকার নিচে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে আজ বুধবার (২০ নভেম্বর)। একদিনের ব্যবধানে প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে দুই দশমিক ৬০ পয়েন্ট। তবে আলোচিত এদিন লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। আগের কর্মদিবস মঙ্গলবারের তুলনায় এদিন বাজারে মূলধনের পরিমাণ কমেছে এক হাজার ৮০ কোটি টাকা। লেনদন এদিন ৪০০ কোটি টাকার ঘরের নিচে নেমে এসেছে।
জানা যায়, গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছিল ৫১৪ কোটি ৮৫ লাখ টাকা। আজ লেনদেন হয়েছে ৩৯৩ কোটি সাত লাখ টাকা। এদিন পুঁজিবাজারে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৬৫ হাজার ৬০৩ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস মঙ্গলবার পুঁজিবাজার মূলধন ছিল ছয় লাখ ৬৬ হাজার ৬৮৪ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার।
আজ প্রধান সূচক ডিএসইএক্স দুই দশমিক ৬০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ২৪৫ দশমিক ২৬ পয়েন্টে। আগের কর্মদিবস মঙ্গলবার ডিএসইএক্স দাঁড়িয়েছিল পাঁচ হাজার ২৪২ দশমিক ৬৬ পয়েন্টে। আজ ডিএসইএস সূচক আট দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৬২ দশমিক ৫২ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক আট দশমিক ২৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৯৩৪ দশমিক ৬৩ পয়েন্টে। ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৭৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১১৩টির ও কমেছে ১৮৩টির। শেয়ার দর পরিবর্তন হয়নি ৮৩টির।
এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে লাভেলো আইসক্রিমের শেয়ার। কোম্পানিটির ১৩ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইসলামী ব্যাংকের ১১ কোটি ৭৭ লাখ টাকা, আইসিবির ১১ কোটি ৫৯ লাখ টাকা, স্কয়ার ফার্মার ১০ কোটি ৫৭ লাখ টাকা, ফাইন ফুডসের ১০ কোটি ৫৪ লাখ টাকা, সোনালি আঁশের ১০ কোটি ১৬ লাখ টাকা, অগ্নি সিস্টেমসের আট কোটি ৬১ লাখ টাকা, বেক্সিমকো ফার্মার আট কোটি ৫১ লাখ টাকা, বিচ হ্যাচারির আট কোটি ২৩ লাখ টাকা এবং মিডল্যান্ড ব্যাংকের সাত কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে শাইনপুকুর সিরামিকের শেয়ার। কোম্পানিটির দর কমেছে সাত দশমিক শূন্য ৯ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে দেশবন্ধু পলিমারের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৬৭ শতাংশ।