অলিম্পিয়াকোসে মার্সেলো, গ্রিস সুপার লিগে খেলবেন
মার্সেলো গ্রিস সুপার লিগে খেলবেন অলিম্পিয়াকোসের হয়ে। এরই মধ্যে এক বছরের জন্য চুক্তি করেছেন ক্লাবটির সঙ্গে। আজ বুধবার খবরটি প্রকাশ করে ক্লাবটি।
গ্রিসে খেলার আগে শুধু ফ্লুমিনেন্স এবং রিয়াল মাদ্রিদে খেলেছেন তিনি। ক্যারিয়ারে তৃতীয় দলের হয়ে খেলবেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে মার্সেলোকে স্বাগত জানিয়েছে অলিম্পিয়াকোস। তাকে একজন সত্যিকারের কিংবদন্তি বলে অভিহিত করে তারা।
মার্কার খবরে জানা গেছে, মার্সেলো রিয়াল মাদ্রিদের ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়। ক্লাবটির হয়ে ১৬টি ট্রফি জিতেন। ক্লাবের ইতিহাসে সবচেয়ে বেশি ট্রফি জেতা খেলোয়াড়কে এই মৌসুমে ছেড়ে দেয় রিয়াল।
রিয়াল মাদ্রিদের হয়ে তিনি ৫৪৬টি ম্যাচ খেলেন এবং ৩৮টি গোল করেন। আর পাঁচটি চ্যাম্পিয়নস লিগ, ছয়টি লা লিগা শিরোপা, তিনটি ক্লাব বিশ্ব চ্যাম্পিয়নশিপ, তিনটি ইউরোপিয়ান সুপার কাপ, পাঁচটি স্প্যানিশ সুপার কাপ এবং পাঁচটি স্প্যানিশ সুপার কাপ জিতেন।