আমরা ঘুরে দাঁড়াতে পারব, বিশ্বাস মিরাজের
সময়টা মোটেই ভালো যাচ্ছে না। বিশেষ করে সাদা পোশাকে বাজে সময় পার করছে বাংলাদেশ। ব্যাটিং-বোলিং দুই বিভাগই ভোগাচ্ছে। তবুও আশা দেখছেন স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তাঁর বিশ্বাস, বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারবে।
ঘরের মাঠে কদিন আগেই শ্রীলঙ্কার কাছে বাজেভাবে হারতে হয়েছে বাংলাদেশকে। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে হারে বাংলাদেশ। এর মধ্যে প্রথমটিতে চট্টগ্রামে ড্র করে। মিরপুর শেরেবাংলায় দ্বিতীয়টিতে হেরে যায়। দুই টেস্টেই বাজে ছিল বাংলাদেশের ব্যাটিং। হতাশায় ডুবিয়েছেন টপঅর্ডাররা। লঙ্কানদের বিপক্ষে ব্যর্থতা নিয়ে এবার বাংলাদেশের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজ। সেখানে তিন ফরম্যাটেই খেলবে বাংলাদেশ। দেশ ছাড়ার আগে মিরাজ জানিয়ে গেলেন, ভালো করার সামর্থ্য আছে বাংলাদেশের।
অ্যান্টিগায় যাওয়ার সময় বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মিরাজ বলেন,’টেস্টে হয়তো আমরা সাম্প্রতিক সময়ে ভালো করছি না, কিন্তু আমরা ঘুরে দাঁড়াতে পারব। এই বিশ্বাস আমাদের আছে। দেখেন আমরা নিউজিল্যান্ডে তো করে দেখিয়েছি, ওদের কন্ডিশনে গিয়ে। এমন নয় যে, আমরা পারি না। আমাদের এখন খারাপ সময় যাচ্ছে। তবে সবাই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে।’
মিরাজ আরো বলেন, ‘আমরা শেষ যখন গিয়েছিলাম ওখানে, দুটি সিরিজ জিতেছিলাম- ওয়ানডে এবং টি-টোয়েন্টি। ওই সিরিজটা অনেক মজার ছিল। এবার চার বছর পর যাচ্ছি, আবার ভালো ক্রিকেট খেলার চেষ্টা করব।’
ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে চোটের কারণে খেলা হয়নি মিরাজের। আঙুলের চোট ছিটকে দিয়েছিল তাঁকে। নিজের চোটের আপডেট দিয়ে মিরাজ বললেন, ‘সবশেষ সিরিজে ইনজুরির জন্য খেলতে পারিনি। কিন্তু ভালো রিকোভারি করতে পেরেছি। বিসিবির মেডিকেল বিভাগ খুব ভালো কাজ করেছে। তাদের সূচী অনুযায়ী কাজ করেছি। এখন অনেক ভালো আছি। মিরপুরে তো প্র্যাকটিসও করেছি কয়েকদিন।’
ক্যারিবীয়দের মাটিতে ১৬ জুন থেকে শুরু হবে দুদলের প্রথম টেস্ট। সেন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্ট শুরু ২৪ জুন। দুটি টেস্ট শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
টেস্টের পর অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজ। ২ ও ৩ জুলাই প্রথম দুই টি-টোয়েন্টি হবে ডোমিনিকায়। ৭ জুলাই গানায়ায় অনুষ্ঠিত হবে শেষ টি-টোয়েন্টি।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ গায়ানায় অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে ১০, ১৩ ও ১৬ জুলাই। টি-টোয়েন্টি ম্যাচ বাংলাদেশ সময় রাত ১১টায় এবং ওয়ানডে ম্যাচ সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে।