আর্চারিতে আর্মি ক্লাবের শ্রেষ্ঠত্ব
বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস আর্চারি প্রতিযোগিতা আজ শেষ হয়েছে। মোট দশটি স্বর্ণপদকের মধ্যে চারটি স্বর্ণসহ সর্বাধিক ৮টি পদক নিয়ে শ্রেষ্ঠত্ব দেখিয়েছে ঢাকা আর্মি আর্চারি ক্লাব। দুটি স্বর্ণসহ ৫ পদক নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বিকেএসপি। দুটি স্বর্ণসহ ৮টি পদক নিয়ে তৃতীয় হয়েছে বাংলাদেশ পুলিশ আর্চারি ক্লাব। একটি স্বর্ণসহ ৬টি পদক নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ আনসার।
আজ রিকার্ভ পুরুষ এককের ফাইনালে বিমানবাহিনীর রাম কৃষ্ণ সাহা ৬-৫ সেট পয়েন্টে বাংলাদেশ পুলিশের তামিমুল ইসলামকে হারিয়ে স্বর্ণপদক জিতেছে। আর ব্রোঞ্জ পদক জিতেছেন শাকিব মোল্লা।
ঢাকা আর্মি ক্লাবের নাসরিন আক্তার ৬-০ সেট পয়েন্টে বাংলাদেশ আনসারের নাজমিন খাতুনকে পরাজিত করে স্বর্ণ পদক জিতেছেন। আর্মি ক্লাবের মেহেনাজ আক্তার মনিরা ব্রোঞ্জ পদক জিতেছেন।
পুরুষদের কম্পাউন্ড এককের ফাইনালে বাংলাদেশ পুলিশের অসীম কুমার দাস ১৪৮-১৪১ স্কোরের ব্যবধানে বিজিবির নেওয়াজ আহমেদ রাকিবকে হারিয়ে স্বর্ণপদক জিতেছেন। বাংলাদেশ পুলিশের আশিকুজ্জামান অর্জন করেন ব্রোঞ্জ পদক।
মহিলাদের কম্পাউন্ড এককের ফাইনালে ঢাকা আর্মি ক্লাবের রোকসানা আক্তার ১৪৭-১৪১ স্কোরের ব্যবধানে বিকেএসপির পুস্পিতা জামানকে পরাজিত করে স্বর্ণ জিতেছেন।
পুরুষদের রিকার্ভ দলগত ফাইনালে বিকেএসপি ৬-০ সেট পয়েন্টের ব্যবধানে বাংলাদেশ পুলিশকে হারিয়ে স্বর্ণ জিতেছেন। মহিলাদের রিকার্ভ দলগত বিভাগে পুলিশ ৫-৩ সেটে বিকেএসপিকে হারিয়ে স্বর্ণ জিতেছে।
পুরুষদের কম্পাউন্ড দলগতে ফাইনালে ঢাকা আর্মি ক্লাব ২২৬-২২১ স্কোরে বাংলাদেশ আনসারকে হারিয়ে স্বর্ণ জিতেছে। আর মহিলাদের কম্পাউন্ড দলগতে ঢাকা আর্মিক্লাব ২২৩-২২২ স্কোরে ব্যবধানে হারিয়েছে।