ইন্দোনেশিয়া থেকে মালয়েশিয়া পৌছেছে বাংলাদেশ ফুটবল দল
বাংলাদেশ জাতীয় ফুটবল দল মালয়েশিয়া পৌঁছেছে। স্থানীয় সময় রাত ৮টার দিকে ইন্দোনেশিয়া থেকে বৃহস্পতিবার পৌঁছায় তারা। এই সময় ক্রিকেটপ্রেমী মালয়েশিয়া প্রবাসীরা কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন।
এশিয়ান কাপ বাছাইয়ে ৮ জুন বাহরাইন, ১১ জুন তুর্কমেনিস্তান এবং ১৪ তারিখে মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মাধ্যমে পাঠানো ভিডিও বার্তায় দলের সবার সুস্থ থাকার কথা জানিয়েছেন টিম ম্যানেজার ইকবাল হোসেন। আক্রমণভাগের শক্তি বাড়াতে মাহবুবুর রহমান সুফিলকে দেশ থেকে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানান তিনি।
‘ইন্দোনেশিয়া থেকে আজ আমরা মালয়েশিয়া পৌঁছেছি। এখন পর্যন্ত খেলোয়াড়, কোচ, কর্মকর্তা-দলের সবাই সুস্থ আছে। ইনশাল্লাহ আগামীকাল সকালে মাহবুবুর রহমান সুফিল যোগ দেবে। আগামীকাল আমাদের কোনো অনুশীলন নেই। রিকভারির জন্য জিমনেশিয়াম ও সুইমিং পুলে সময় কাটাবে ছেলেরা।’
বাংদুংয়ে বুধবার প্রীতি ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করে বাংলাদেশ। বাছাই সামনে রেখে নিজেদের শক্তি, দুর্বলতা খুঁজে বের করতে এ ম্যাচটি খেলার সিদ্ধান্ত নিয়েছিল দল।
মালয়েশিয়ার কুয়ালালামপুরে জাতীয় স্টেডিয়াম বুকিত জলিলে ৮ জুন থেকে শুরু হবে এশিয়ান কাপের বাছাই। গ্রুপ পর্বের তিন প্রতিপক্ষই ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের (১৮৮তম) চেয়ে এগিয়ে; বাহরাইন (৮৯তম), তুর্কমেনিস্তান (১৩৪তম) ও স্বাগতিক মালয়েশিয়া (১৫৪তম)। উদ্বোধনী দিনে বাহরাইনের মুখোমুখি হবে হাভিয়ের কাবরেরার দল।