এ আর রহমানের কনসার্ট : দেখে নিন সময়সূচি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে আজ মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এ আর রহমানের কনসার্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। কনসার্টটি উপস্থাপনা করবেন বাংলাদেশি উপস্থাপিকা রুমানা মালিক মুনমুন।
প্রথম ভাগে বিকেল ৫টা থেকে শুরু হবে কনসার্ট, চলবে সাড়ে ৬টা পর্যন্ত। প্রধানমন্ত্রী অনুষ্ঠানে সাড়ে ৬টার দিকে আসবেন। এরপর ৭টা থেকে ১০টা পর্যন্ত সহশিল্পীসহ তিন ঘণ্টা ধরে পারফর্ম করবেন এ আর রহমান। এ সময় বঙ্গবন্ধুকে নিয়ে দুটি গান গাইবেন বিখ্যাত এই শিল্পী। একটি বাংলায় আর একটি হিন্দিতে। স্টেডিয়ামে বসে অনুষ্ঠানটি দেখতে পারবেন প্রায় ১৫ হাজার মানুষ। আর সরাসরি সম্প্রচার করবে নিউজ টোয়েন্টিফোর এবং বাংলাদেশ টেলিভিশন।
এক নজরে দেখে নিন অনুষ্ঠানের সময়সূচি—
১. দর্শকদের জন্য স্টেডিয়াম গেট খোলা দুপুর ১টা থেকে ৫.৩০টা পর্যন্ত।
২. ছেলে-মেয়ে যৌথ কণ্ঠে ৪.২০ থেকে ৪.২৫ মিনিট পর্যন্ত চলবে জাতীয় সংগীত পরিবেশনা।
৩. ৪.৩০ থেকে ৫.১৫ পর্যন্ত পারফর্ম করবে মাইলস।
৪. ৫.২৫ থেকে ৬.১৩ পর্যন্ত মঞ্চ মাতাবেন মমতাজ।
৫. ৬.১৫ থেকে ৬.৩০ মাগরিবের নামাজের বিরতি।
৬. সন্ধ্যা ৭টায় মিরপুর স্টেডিয়ামে হাজির হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৭. শেখ হাসিনার উপস্থিতিতে ৭.১০ থেকে ৭.১৫ পর্যন্ত আবার গাওয়া হবে জাতীয় সংগীত।
৮. ৭.১৫ টায় মঞ্চে উঠবেন এ আর রহমান। ৭.৩০ পর্যন্ত পারফর্ম করবেন তিনি। এরপর ১৫ মিনিটের এশার নামাজের বিরতি।
৯. দ্বিতীয় ধাপে এ আর রহমান গান শুরু করবেন ৭.৪৫টায়, যা চলবে রাত ১২টা অবধি।