কারাতেতে অন্তরার স্বর্ণ-সাফল্য
বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসে স্বর্ণ-সাফল্য পেয়েছেন হুমায়রা আক্তার অন্তরা। আজ বুধবার অনূর্ধ্ব-৬১ কেজি ওজন শ্রেণির কুমিতে এই সাফল্য পান তিনি।
এই ইভেন্টে বান্দরবানের মেসাই ওয়াং রুপা ও পুলিশের তাসলিমা খাতুন ও সেনাবাহিনীর হাসিনা খাতুন ব্রোঞ্জপদক জেতেন।
বান্দরবান জেলা জিমন্যাশিয়ামে নারীদের অনূর্ধ্ব-৫৫ কেজির কুমিতে সেনাবাহিনীর মারজান আক্তার প্রিয়াও স্বর্ণ জেতেন।
এ ইভেন্টে জান্নাতুল ফেরদৌস সুমি রুপা এবং গাজীপুরের নাইমা সিকদার ও সুনামগঞ্জের কামরুন নাহার হ্যাপি ব্রোঞ্জ পেয়েছেন।
পুরুষদের অনূর্ধ্ব-৬০ কেজি কুমিতে সেনাবাহিনীর আল আমিন ইসলাম স্বর্ণ, স্পারসোর ইউসুফ আলী রুপা ও নারায়ণগঞ্জের রাব্বি আলী ব্রোঞ্জপদক জেতেন।
এদিকে গেমসের ভারোত্তোলেন স্বর্নপদক জিতেছেন মাবিয়া আক্তার সীমান্ত। আজ বুধবার ময়মনসিংহ জিমনেশিয়ামে মেয়েদের ৬৪ কেজি ওজন শ্রেণিতে রেকর্ড গড়েই স্বর্ণ-সাফল্য পেয়েছেন তিনি।
মাবিয়া স্ন্যাচে ৮০ কেজি ও ক্লিন অ্যান্ড জার্কে ১০১ কেজি তুলেছেন। সব মিলিয়ে তিনি ১৮১ কেজি তুলে রেকর্ড গড়েন। অবশ্য তিন বছর আগের রেকর্ডটিও তাঁর ছিল।
এই ইভেন্টে সেনাবাহিনীর লিমা আক্তার রুপা ও সিপাহীবাগ যুব সংঘের লাবনী আক্তার ব্রোঞ্জপদক জিতেছেন।
নারীদের ৭১ কেজি ওজন শ্রেণিতে সেনাবাহিনীর ফারজানা আক্তার রিয়া ও ছেলেদের ৮১ কেজি ওজন বিভাগে সুমন চন্দ্র রায় স্বর্ণপদক জিতেছেন।