কারাতেতে আনসারের শ্রেষ্ঠত্ব
বান্দরবানে অনুষ্ঠিত বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস কারাতে প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব দেখিয়েছে বাংলাদেশ আনসার। গেমসে নয়টি স্বর্ণ, সাতটি রুপা ও একটি ব্রোঞ্জপদক জিতে সেরা হয়েছে তারা। বাংলাদেশ সেনাবাহিনী নয়টি স্বর্ণ, ছয়টি রুপা ও তিনটি ব্রোঞ্জ জিতে দ্বিতীয় হয়। আর একটি স্বর্ণ, একটি রুপা ও চারটি ব্রোঞ্জপদক জিতে তৃতীয় হয়েছে বান্দরবান জেলা ক্রীড়া সংস্থা।
আজ বৃহস্পতিবার বিকালে বান্দরবান জেলা পরিষদ অডিটোরিয়ামে এই প্রতিযোগিতা শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
অন্যদের মধ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যশৈ হ্লা, জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো: ইসলাম বেবী উপস্থিত ছিলেন।