গণমাধ্যম ও ভক্তদের ক্রিকেটারদের পাশে থাকার অনুরোধ শ্রীরামের
ক্রিকেটে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না বাংলাদেশের। একের পর এক ব্যর্থতায় দেওয়ালে পিঠ ঠেকেছে বাংলাদেশের। বাজে পারফরম্যান্সের জন্য শুনতে হচ্ছে সমালোচনাও। এমন পরিস্থিতে গণমাধ্যম ও ভক্তদের প্রতি ক্রিকেটারদের পাশে থাকার বার্তা দিলেন বাংলাদেশ দলের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম।
টি-টোয়েন্টি বিশ্বকাপের হাতে গোনা কয়েকদিন বাকি। এখনো বাংলাদেশের পারফরম্যান্সে ছন্দের ছিটেফোটাও নেই। চলমান ত্রিদেশীয় সিরিজেও দুই ম্যাচ খেলে দুটিতেই হেরেছে। সবমিলে বেশ ব্যাকফুটে বাংলাদেশের অবস্থান।
ক্রিকেটারদের পারফরম্যান্সে রেগেছেন ভক্তরা। সমালোচনা চলছে সামাজিক যোগযোগমাধ্যমে। এমন সময়ে আজ মঙ্গলবার বিসিবির এক ভিডিও বার্তায় টেকনিক্যাল কনসালটেন্ট বলেছেন, ‘আমি সব সমর্থক ও মিডিয়াকে অনুরোধ করছি, আপনারা আমাদের পাশে থাকুন। এটা দেশের ব্যাপার, সবার আবেগের ব্যাপার। আমি নিশ্চিত করতে পারি, দেশের জন্য গৌরব বয়ে আনতে ছেলেরা নিজেদের সর্বোচ্চ চেষ্টা করছে। এই দলের আমাদের মূল্যবোধগুলোর একটি হলো বাংলাদেশকে গর্বিত করা ও সমর্থকদের জন্য জয় এনে দেওয়া।’
টেকনিক্যাল কনসালটেন্ট জানালেন, বাংলাদেশকে তারা গর্ব উপহার দেবেন, ‘আমি একটা মৌলিক স্কোয়াড পেয়েছি, যারা ভবিষ্যতে ভালো করবে। আমরাও বিশ্বকাপের জন্য অপেক্ষা করছি। সবকিছুর উত্তর পাব আমরা, দল ঠিকঠাক করে ফেলব। যে ব্র্যান্ডের ক্রিকেট আমরা খেলব, নিশ্চিতভাবেই বাংলাদেশকে আমরা গর্ব উপহার দেব।’