চ্যাম্পিয়নস লিগ জিতে রিয়াল ছাড়ার ঘোষণা মার্সেলোর
রিয়াল মাদ্রিদের সর্বকালের অন্যতম সেরা লেফট-ব্যাক মার্সেলো এই গ্রীষ্মে রিয়াল মাদ্রিদ ছাড়ার ঘোষণা দিয়েছেন। লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ের পর এই ঘোষণা দেন তিনি। মার্সেলো রিয়াল মাদ্রিদের হয়ে ২৫টি ট্রফি জিতেছেন।
রিয়াল ছাড়ার ঘোষণা দিয়ে মার্সেলো বলেন, ‘রিয়াল মাদ্রিদের হয়ে এটাই আমার শেষ ম্যাচ ছিল। কিন্তু আমি খুশি, আনন্দ নিয়ে বিদায় নিচ্ছি। আমি ভক্তদের কাছে কৃতজ্ঞ। আজ বার্নাব্যুতে জাদুকরি রাত উপভোগ করলাম।’
ব্রাজিলীয় তারকা আরও বলেন, ‘এটি দারুণ মুহূর্ত। প্রথম অধিনায়ক হিসেবে ট্রফি উঁচিয়ে ধরেছি। আমি প্রথম কোনো ব্রাজিলিয়ান রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়নস লিগের ট্রফি ধরেছি অধিনায়ক হিসেবে।’
রিয়াল ছাড়ার ঘোষণা দিলেও মার্সেলোর পরবর্তী ঠিকানা কোথায় তা এখনো ঠিক হয়নি। ২০০৭ সালে রিয়ালে যোগ দিয়েছিলেন তিনি।
রিয়াল মাদ্রিদে কী জিতলেন মার্সেলো?
রিয়ালে মার্সেলো পাঁচটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছেন। চারটি ক্লাব বিশ্বকাপ, তিনটি ইউরোপিয়ান সুপার কাপ, ছয়টি লা লিগা শিরোপা, দুটি কোপা দেল রে ট্রফি এবং পাঁচটি স্প্যানিশ সুপার কাপ।
এদিকে গতকাল শনিবার রাতে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে লিভারপুলকে ১-০ গোলে হারিয়ে ইউরোপসেরার মুকুট জিতেছে মার্সেলোর দল রিয়াল মাদ্রিদ। ম্যাচের ভাগ্য গড়ে দেওয়া গোলটি করেন ব্রাজিল তারকা ভিনিসিয়ুস।