জালাল আহমেদের দাফন আজিমপুরে, আমিনুলের শোক
সাবেক কোচ ও ক্রীড়া লেখক জালাল আহমেদ চৌধুরী আর নেই। আজ মঙ্গলবার রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। আজ বিকেলে জানাযা শেষে আজিমপুর কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়।
বরেণ্য এই মানুষটির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও ঢাকা উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক।
শোকবার্তায় আমিনুল বলেন, ‘জালাল আহমেদ চৌধুরী বাংলাদেশের একজন স্বনামধন্য ক্রিকেট কোচ। দেশের অনেক শীর্ষ ক্রিকেটারই তাঁর হাতে গড়া। ক্রিকেটকে এগিয়ে নিতে তাঁর অসামান্য অবদান রয়েছে। তিনি শুধু ক্রিকেটার বা কোচই ছিলেন না, ছিলেন সফল ক্রীড়া সংগঠক, আম্পায়ার, ক্রীড়া সাংবাদিক ও স্বনামধন্য ক্রীড়া লেখক। তাঁর মৃত্যু দেশের ক্রীড়াঙ্গনে এক অপূরণীয় ক্ষতি হয়েছে।’
শোকবার্তায় আমিনুল মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
আজ মঙ্গলবার বেলা ১১টা ২৫ মিনিটে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জালাল আহমেদ চৌধুরী। তাঁর বয়স হয়েছিলো ৭৪ বছর।
এদিকে জালাল আহমেদ চৌধুরীর মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমানও। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।