ডিউক বলে মুস্তাফিজের প্রথম অনুশীলন
সাধারণত ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের মাটিতে টেস্ট এবং চার দিনের ম্যাচগুলো অনুষ্ঠিত হয় ডিউক বলে। ইংল্যান্ডের মাটিতে বাংলাদেশের টেস্ট খেলা না হলেও ডিউক বলে ক্যারিবীয়দের মাঠে আগেও খেলেছে বাংলাদেশ।
তবে বাংলাদেশের সেই দলে ছিলেন না মুস্তাফিজুর রহমান। ডিউক বলে তাই এবারই প্রথমবার ওয়েস্ট ইন্ডিজের মাটিতে খেলবেন তিনি। মূল লড়াইকে সামনে রেখে দলের কোচ অ্যালান ডোনাল্ডের কাছে প্রথমবার অনুশীলন করলেন কাটার মাস্টার।
অনুশীলনের পর বিসিবির এক ভিডিও বার্তায় ডোনাল্ড জানালেন মুস্তাজের সঙ্গে ডিউক বলে কাজ করার অভিজ্ঞতা।
প্রথমে কুকাবুরা ও ডিউক বলের পার্থক্য ব্যাখ্যা করে ডোনাল্ড বলেন,‘এবার কুকাবুরা থেকে ডিউক বলে যাওয়ার পালা। এই বলের সঙ্গে আমি বেশ পরিচিত। ইংল্যান্ডে দীর্ঘদিন কাউন্টি ক্রিকেট ও টেস্ট খেলেছি এই বলে। এই বলের সিম বেশ খাড়া, যার সঙ্গে আমাদের বোলারদের মানিয়ে নিতে হবে।’
এর পর মুস্তাফিজকে নিয়ে বাংলাদেশ কোচ বলেন, ‘আজ মুস্তাফিজের সঙ্গে একটা সেশন করেছি। আইপিএলের পর আজই ওর প্রথম বল করা। ওকে এই বল সম্পর্কে কিছুটা ধারণা দিয়েছি। এই বলে ওরও প্রথম বোলিং করা। গ্রিপও কিছুটা পরিবর্তন করেছি। সেও বোলিং করে উপভোগ করেছে। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে ম্যাচটি বোলারদের জন্য মানিয়ে নেওয়ার সুযোগ বলা যায়।’
আগামী ১৬ জুন থেকে শুরু হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। সেন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্ট শুরু ২৪ জুন। দুটি টেস্ট শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
টেস্টের পর অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজ। ২ ও ৩ জুলাই প্রথম দুই টি-টোয়েন্টি হবে ডোমিনিকায়। ৭ জুলাই গানায়ায় অনুষ্ঠিত হবে শেষ টি-টোয়েন্টি।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ গায়ানায় অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে ১০, ১৩ ও ১৬ জুলাই। টি-টোয়েন্টি ম্যাচ বাংলাদেশ সময় রাত ১১টায় এবং ওয়ানডে ম্যাচ সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে।