তানভীরের ঘূর্ণিতে দারুণ জয় বাংলাদেশের
আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে চার দিনের ম্যাচে বাংলাদেশ ইমার্জিং দল আড়াই দিনেই জিতে নিয়েছে। প্রথম ইনিংসে পাঁচ ও দ্বিতীয় ইনিংসে আট উইকেট নিয়ে দলকে দারুণ সাফল্য এনে দেন বাঁ-হাতি স্পিনার তানভীর ইসলাম। আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে স্বাগতিক দলটি ইনিংস ও ২৩ রানে জিতেছে।
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ইনিংসে আয়ারল্যান্ড ‘এ’ দল ১৫১ রান করে। জবাবে ৩১৩ রান করে বাংলাদেশ। তাই প্রথম ইনিংসে ১৬২ রানের লিড পায় স্বাগতিক দলটি।
তানভীরের ঘূর্ণিতে আয়ারল্যান্ডের দ্বিতীয় ইনিংস ১৩৯ রানে গুটিয়ে যায়। ২৮.৩ ওভারে ৫১ রান খরচায় আট উইকেট নেন তানভীর। এর আগে প্রথম ইনিংসে ২৩ ওভারে ৫৫ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি। দুই ইনিংসে ১৩ উইকেট নেন এই স্পিনার।
আগামী ৫ মার্চ থেকে চট্টগ্রামে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ ইমার্জিং দল ও আয়ারল্যান্ড ‘এ’ দল।
সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ ইমার্জিং দল প্রথম ইনিংস: ৩১৩
আয়ারল্যান্ড ‘এ’ দল প্রথম ইনিংস : ১৫১ ও ১৩৯ (টেক্টর ৫৫, ক্যাম্পার ২২, টাকার ৫, অ্যাডায়ার ১৪, ডেলানি ৮, হিউম ১, চেইস ০*; ইবাদত ১৭-৬-২৭-১, খালেদ ১৩-২-৩২-০, তানভির ২৮.৩-১১-৫১-৮, রিশাদ ৬-২-৯-০, সাইফ ১০-২-১৫-১)।