দেশের জার্সিতে ৫০০ উইকেট নিতে চান হাসান
বাংলাদেশ দলের তরুণ তুর্কি হাসান মাহমুদ। দেশের হয়ে খেলেছেন ৬টি ওয়ানডে ও ১১টি টি-টোয়েন্টি। তাতে এই পেসারের ঝুলিতে যোগ হয়েছে ২৩ উইকেট। ছোট ক্যারিয়ারে হাসান দেখছেন আরও বড় স্বপ্ন। দেশের জার্সিতে তিনি নিতে চান ৫০০ উইকেট।
আজ শনিবার (১১ মার্চ) সংবাদ সম্মেলনে এমনটিই জানিয়েছেন হাসান। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আগামীকাল রোববার (১২ মার্চ) মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে সংবাদ সম্মেলনে ক্যারিয়ারে কত উইকেট পেতে চান—এমন প্রশ্নের জবাবে হাসান ছোট করে বলেন, ‘অবশ্যই আমি ৫০০ উইকেট নিতে চাই।’
তরুণ এ পেসারের আত্মবিশ্বাস বেড়েছে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচের পর। ৪ ওভারে ২৬ রান দিয়ে তিনি নিয়েছেন দুই উইকেট। দলের জয়ে যা বড় অবদান রাখে। তার আগে আত্মবিশ্বাসের রসদ হাসান পেয়েছিলেন গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচে। সেদিন তিন উইকেট শিকার করেন এ পেসার। সে ম্যাচে নিজের ভয় কেটে গেছে বলে জানান তিনি।
এক দল তরুণদের নিয়ে টি-টোয়েন্টির দল সাজিয়েছেন সাকিব আল হাসান। তার নেতৃত্বে নতুনভাবে এগিয়ে যাবে দেশ, তা দৃশ্যমান হয়েছে ইংল্যান্ডের বিপক্ষে। শিখতে আগ্রহী দলটির মনোভাব বোঝা যায় তাদের শরীরী ভাষায়। হাসান মাহমুদও বললেন সেই কথা, ‘আমাদের দলটা অন্য যে কোনো সময়ের চেয়ে এগিয়ে আছে। সবাই শেখার চেষ্টা করে। এটি ধরে রাখতে পারলে আমরা সব সংস্করণে এগিয়ে থাকব আমরা।’
ইংল্যান্ডের বিশ্বমানের পেসারদের সামনে থেকে দেখছেন বাংলাদেশের তরুণরা। তাদের কাছ থেকে শেখার আছে অনেক কিছুই। এই সুযোগ হাতছাড়া করতে চান না হাসান। সিরিজ শেষে জফরা আর্চার, মার্ক উডদের কাছ থেকে চাপ সামলে কীভাবে বল করা যায় সেটি জানার ইচ্ছে পোষণ করেছেন হাসান মাহমুদ।