নাঈমকে বাদ দেওয়ার পরিকল্পনা নেই ডমিঙ্গোর
বাংলাদেশ দলে এ মুহূর্তে সবচেয়ে সমালোচিত মোহাম্মদ নাঈম শেখের ব্যাটিং। ম্যাচের পর ম্যাচ সুযোগ পেয়েও তাঁর ব্যাটিংয়ে বিন্দুমাত্র উন্নতি নেই। প্রতি ম্যাচেই বাংলাদেশকে হতাশ করছেন তিনি। তবুও নাকি তাঁকে বাদ দেওয়ার কোনো পরিকল্পনা নেই বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর। আফগানিস্তান সিরিজে ব্যর্থতার পরও নাঈমকে নিয়ে নিজের স্পষ্ট মতামত জানালেন ডমিঙ্গো।
গতকালও আফগানদের বিপক্ষে ব্যর্থ ছিলেন নাঈম। উনিশ বলে করেছিলেন মাত্র ১৩ রান। সেইসঙ্গে গুরুত্বপূর্ণ সময়ে মিস করেছেন উসমান গনির সহজ ক্যাচ। তা ছাড়া পুরো সিরিজেই ব্যাট হাতে চরম ব্যর্থ ছিলেন নাঈম।
তাই সংবাদ সম্মেলনে ঘুরেফিরে প্রশ্ন ওঠে নাঈমকে নিয়ে। জবাবে ডমিঙ্গো বলেন, ‘সব সময় সবাই রান করবে না। কেউ কেউ বাজে সময়ের মধ্য দিয়েও যাবে। নাঈমকে বাদ দেওয়ার পরিকল্পনা নেই। সে টি-টোয়েন্টিতে আমাদের সর্বোচ্চ র্যাঙ্কধারী ব্যাটসম্যান। দলে থাকা তার প্রাপ্য।’
নাঈমকে বাদ দেওয়ার প্রসঙ্গ আনলে ডমিঙ্গো উদাহরণ হিসেবে দেখান লিটন দাসকে নিয়ে। তিনি বলেন, ‘পাঁচ ম্যাচ আগে আমার ধারণা, বলা হচ্ছিল লিটনকে বাদ দেওয়া উচিত। পাঁচ ম্যাচ পরে এখন বলা হচ্ছে, লিটন বিশ্বের সেরা ব্যাটসম্যান। কখনও কখনও খেলোয়াড়দের খেলায় ছন্দপতন ঘটে। সে সময় কোচ ও নির্বাচকদের সে খেলোয়াড়ের পাশে থাকতে হয়। এটা কোচিংয়ের জন্য গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। একটা দল গঠনের জন্য গুরুত্বপূর্ণ ব্যাপার।’