পাকিস্তানকে টপকে র্যাঙ্কিংয়ে ছয় নম্বরে বাংলাদেশ
ওয়ানডে ক্রিকেটে দারুণ সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট দল। ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর দক্ষিণ আফ্রিকাতেও সিরিজ জিতেছে লাল-সবুজের দল।
৫০ ওভারের ক্রিকেটে দুর্দান্ত খেলার সুফল পেল তামিম ইকবালের দল। পাকিস্তানকে টপকে আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে ছয় নম্বরে উঠল বাংলাদেশ। সপ্তম অবস্থানে নেমে গেল পাকিস্তান।
লম্বা সময় ধরে ওয়ানডে র্যাঙ্কিংয়ে সাতে ছিল বাংলাদেশ। তবে, গত কয়েক বছরের জয়ে ধীরে ধীরে পয়েন্ট বেড়েছে। এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়ের সুবাদে র্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি হলো লাল-সবুজের দলের। এ নিয়ে দ্বিতীয় বারের মতো ওয়ানডে র্যাঙ্কিংয়ে ছয় নম্বরে উঠল বাংলাদেশ। এর আগে ২০১৭ সালেও একবার ছয় নম্বরে উঠেছিল বাংলাদেশ।
ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা তাদের ওয়েবসাইটে সর্বশেষ র্যাঙ্কিংয়ে হালনাগাদ করেছে। যেখানে ৩৬ ম্যাচে ৯৩ রেটিং পয়েন্ট নিয়ে ছয়ে বাংলাদেশ। সমান ৯৩ রেটিং পয়েন্ট নিয়ে সাতে আছে পাকিস্তান। তাদের চেয়ে ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে বাংলাদেশ।
এ ছাড়া ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষ দল হিসেবে আছে নিউজিল্যান্ড। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে যথাক্রমে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। চতুর্থ ও পঞ্চম স্থানে আছে ভারত ও দক্ষিণ আফ্রিকা।