প্রথম সেশনেই বিপদে বাংলাদেশ
ওয়েস্ট ইন্ডিজের লিডের চাপ নিয়ে অ্যান্টিগা টেস্টের তৃতীয় দিনের লড়াই শুরু করেছে বাংলাদেশ। আজ শনিবার লড়াইয়ে নেমে দিনের শুরুতেই জোড়া ধাক্কা খেল সফরকারীরা। ভালো শুরুর আভাস দিয়ে সাজঘরে ফিরে গেছেন টপ অর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্ত। লম্বা সময় ধরে ব্যর্থতার বৃত্তে আটকে থাকা শান্ত স্লিপে ক্যাচ দিয়ে আজ ফিরেছেন ১৭ রানে। এরপর মুমিনুল হক, মাহমুদুল হাসান জয় ও লিটন দাসের উইকেটও হারায় বাংলাদেশ। দ্রুত উইকেট হারিয়ে প্রথম সেশনেই খুব চাপে বাংলাদেশ।
অ্যান্টিগা টেস্টের প্রথম দিনে একচেটিয়া দাপট দেখিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। গতকাল শুক্রবার বোলারদের কল্যানে দ্বিতীয় দিনে লড়াইয়ে ফিরেছে বাংলাদেশ। তবে লড়াইয়ে ফিরলেও বাংলাদেশের ক্রিকেটারদের মাথার ওপর এখন বড় চাপ ওয়েস্ট ইন্ডিজের লিড। সেই লিড টপকে বড় সংগ্রহ গড়ার কঠিন চ্যালেঞ্জ নিয়ে আজ শনিবার টেস্টের তৃতীয় দিন শুরু করেছে সাকিব আল হাসানের দল।
গতকাল শুক্রবার দিনের তৃতীয় সেশনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২ উইকেটে ৫০ রান নিয়ে দিন শেষ করে বাংলাদেশ। এর আগে প্রথম ইনিংসে ২৬৫ রানে থামে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে ১৬২ রানের লিড পায় স্বাগতিকরা। এই লিড থেকে এখনো ১১২ রানে পিছিয়ে থেকে আজ শনিবার টেস্টের তৃতীয় দিন শুরু করেছে বাংলাদেশ।
কাল দিনের প্রথম সেশনটা যেভাবে শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ তাতে বড় ইনিংসের আভাসই মিলছিল। তবে পরের দেড় সেশনে ক্যারিবীয়দের সেই লক্ষ্য পূরণ হতে দিলেন না বাংলাদেশি বোলাররা। মিরাজ-ইবাদতদের বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে নিজেদের নাগালের মধ্যেই থামায় বাংলাদেশ।
বল হাতে বাংলাদেশের হয়ে সবচেয়ে ভালো করেছেন মেহেদী হাসান মিরাজ। ৫৯ রান দিয়ে চার উইকেট নিয়েছেন এই অফ স্পিনার। দুই করে নিয়েছেন খালেদ আহমেদ ও ইবাদত হোসেন। একটি করে নিয়েছেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান।
ইনিংসের শুরু থেকেই বাংলাদেশকে ভোগাচ্ছিলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। উইকেটে মাটি কামড়ে পড়ে থেকে টেস্টের প্রথম দিন দাপট দেখিছেন। গতকাল দিনের প্রথম সেশনে বাংলাদেশের মাথা ব্যথার কারণ ছিলেন তিনি। হাঁটছিলেন সেঞ্চুরির পথে। কিন্তু শতকের দেখা পেলেন না। ক্যারিবীয় অধিনায়ককে সেঞ্চুরি করতে দিলেন না খালেদ আহমেদ। দিনের দ্বিতীয় সেশনে সেঞ্চুরির খুব কাছেই ছিলেন ব্র্যাথওয়েট। কিন্তু ঠিক ৯৪ রানের মাথায় তাঁকে সাজঘরে পাঠিয়ে আক্ষেপে ফেলে দেন খালেদ। ২৬৮ বলে তাঁর ইনিংসটি সাজানো ছিল ৯ বাউন্ডারিতে।
অধিনায়ক ফেরার পর বেশিক্ষণ টিকল না ক্যারিবীয়রা। একে একে চার উইকেট তুলে নেন মেহেদী হাসান মিরাজ। প্রথম কাইল মায়ার্সকে এলবির ফাঁদে ফেলে নিজের প্রথম শিকার তুলে নেন মিরাজ। এরপর বিদায় করেন জশুয়া ডি সিলভা, আলজারি জোসেফ ও সিলসকে। তাতে বেশিদূর যেতে পারল না ওয়েস্ট ইন্ডিজে। মিরাজ ও ইবাদতদের বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে তিনশ’র নিচে থামায় বাংলাদেশ।